Chest palpitations are not decreasing, oxygen is being given to Anubrat through C-Pap

কমছে না বুক ধড়ফড়ানি, সি-প্যাপের মাধ্যমে অনুব্রতকে দেওয়া হচ্ছে অক্সিজেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সিবিআই (CBI) দফতরে না গিয়ে গতকালই এসএসকেএম (SSKM) হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূলের (TMC) বীরভূম (Birbhum) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আজ তাঁর চিকিত্‍সার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে মেডিক্যাল বোর্ড (Medical College)। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের অক্সিজেন নির্ভরশীলতা কিছুটা কমলেও বুক ধড়ফড়ানি কমেনি।

বুধবারই হাসপাতালে ভর্তি হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। সি-প্যাপের মাধ্যমে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গতকাল বুকে চাপ নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তৃণমূল কংগ্রেস নেতার চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অসুস্থতার কারণে গতকাল সিবিআই হাজিরা এড়িয়েছেন অনুব্রত মণ্ডল(anubrata mondal wiki)।

এই অবস্থায় বাড়িতে তাঁর চিকিত্‍সা সম্ভব, না কি, হাসপাতালে রেখে চিকিত্‍সা করতে হবে, সেই বিষয়টিও মেডিক্যাল বোর্ডে আলোচনা হবে বলে সূত্রের খবর। ইতিমধ্যে এসএসকেএম-এ তাঁর যে সব পরীক্ষা হয়েছে, তার রিপোর্ট খতিয়ে দেখেছেন RMO।

হাসপাতালে ভর্তির পরেই সিবিআইয়ের দফতরে আইনজীবী মারফৎ চিঠি পাঠান অনুব্রত মণ্ডল। তাতে তিনি জানিয়েছেন সিবিআইয়ে হাজিরা দিতেই কলকাতায় এসেছিলেন, কিন্তু শরীর অসুস্থ হয়ে পড়ায় তিনি নিজাম প্যালেসে হাজিরা দিতে পারেননি। ৪ সপ্তাহ হাজিরার জন্য সিবিআইয়ের কাছে চিঠিতে সময় চেয়েছেন অনুব্রত। এর মধ্যে সিবিআই যদি মনে করে তাহলে হাসপাতালে এসে তাঁকে জেরা করতে পারে বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা।

গরু পাচার মামলায় এখনও পর্যন্ত অনুব্রত মণ্ডলকে ৫ বার তলব করেছে CBI। ৫ বারই হাজির হলেন না তৃণমূলের বীরভূম জেলার সভাপতি। গরু পাচারকাণ্ডের তদন্তে CBI তলবের পর, গ্রেফতারির আশঙ্কায়, রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। ১১ মার্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন বিচারপতি রাজশেখর মান্থা।

তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে নিশানা করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি কটাক্ষ করে বলেছেন অনুব্রত মণ্ডল তাঁর ভবিষ্যৎবানী সঠিক প্রমাণ করে দিয়েছে। গতকাল তিনি যখন বাড়ি থেকে বেরোন তখন তিনি বলেছিলেন ক্যামেরার মুখ যেন এসএসকেএম হাসপাতালের দিকে ঘুরিয়ে রাখা হয়। সেই কথাই সত্যি প্রমাণ করেছেন অনুব্রত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest