Chief Minister Mamata Banerjee has requested not to view 'The Kashmir Files' without naming

নাম না করে ‘কাশ্মীর ফাইলস’ দেখতে বারণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নাম না করে ‘দ্য কাশ্মীর ফাইলস’দেখতে বারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় এমনটাই বললেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘কেউ সিনেমা দেখতে যাবেন না। কোনও ভাইরাল ভিডিয়ো দেখতে যাবেন না। সিনেমায় যা দেখায় সব সত্যি নয়। সেগুলো সব বিশ্বাস করবেন না। ওগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। সিনেমা কিন্তু সত্যি হবে না।’’ তিনি আরও বলেন, ‘‘ওদের অনেক টাকা। টাকা খরচ করে ওসব বানায়। তাই বানানো জিনিসে বিশ্বাস করবেন না। দেখবেন না।’’

প্রসঙ্গত, সোমবার বিধানসভার অধিবেশন শেষে বিজেপি পরিষদীয় দলের সদস্যদের নিয়ে সল্টলেক সিটি সেন্টার-১-এর আইনক্স নিয়ে যান শুভেন্দু অধিকারী। বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ, গোয়া, ত্রিপুরা, কর্নাটক, মধ্যপ্রদেশ, হরিয়ানা, গুজরাত, উত্তরাখণ্ডে ছবিটি করমুক্ত ঘোষণা করা হয়েছে। মধ্যপ্রদেশে পুলিশকর্মীদের জন্য বিশেষ ছুটির সংস্থান করা হয়েছে। অসমে সরকারি কর্মীরা ছবি দেখার জন্য অর্ধ দিবস ছুটি পাবেন বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

আরও পড়ুন: Mamata Banerjee: নন্দীগ্রামে আমাকে খুনের চেষ্টা করা হয়েছিল, অভিযোগ মুখ্যমন্ত্রীর

বিকৃত সত্য নিয়ে গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। কাশ্মীরি পন্ডিতদের রাজ্যত্যাগের ঘটনা দর্শকের সামনে তুলে ধরছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী তাঁর ‘দ্য কাশ্মীর ফাইলস'(The Kashmir Files) ছবির মাধ্যমে। এই সিনেমা নিয়ে বিজেপি শিবিরে বেশ শোরগোল। বিজেপির স্বঘোষিত মুখপাত্র কঙ্গনা রানাওয়াত উচ্ছাস প্রকাশ করেছেন সিনেমাটির সাফল্য নিয়ে।

যদিও সিনেমাটির রেটিং প্রথমে আইএমডিবি-র রেটিং ছিল ৯.৯ । পরে তা কমিয়ে ৮.৩ করে দেওয়া হয় ।আইএমডিবি-র বিবৃতি হিসেবে লেখা, ‘এই ছবির রেটিং পদ্ধতিতে কিছু অস্বাভাবিকতা দেখা গিয়েছে। রেটিং ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বিকল্প গণনা পদ্ধতি প্রয়োগ করেছি আমরা।’

আরও পড়ুন: TET Protest: টেট ‘উত্তীর্ণ’ হয়েও চাকরি পাইনি, মুখ্যমন্ত্রীর বাড়ি যেতে বাধা, হাজরায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি টেট উত্তীর্ণদের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest