cloudy skies, rising temperatures in Kolkata due to depression

নিম্নচাপের জেরে কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ, বাড়ল তাপমাত্রা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা গত কয়েক দিনে বেড়েছে। যার জেরে উধাও শীত-শীত ভাব। বঙ্গোপসাগরে ঘণীভূত নিম্নচাপের কারণে উত্তরের হাওয়া ঢুকতে বাধা পাচ্ছে। সে কারণেই বেড়েছে তাপমাত্রা। শুক্রবারের মতো শনিবারেও মহানগরীর আকাশ ঢেকে মেঘে। সকাল থেকে রোদের দেখা নেই। কলকাতায় শনিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। শনিবার সকালে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও বেড়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। জেলার অন্য শহরগুলিতেও বেড়েছে তাপমাত্রার পারদ।

উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ, ন্যূনতম ৪৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় কলকাতার পাশাপাশি আসানসোল, ডায়মন্ড হারবার, দিঘা, মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। শনিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই পরগনা, হাওড়া এবং হুগলিতে।

বঙ্গোপসাগরের নিম্নচাপ চেন্নাই উপকূলে কাছে স্থলভাগে প্রবেশ করেছে। এর সরাসরি প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে রাজ্যে। ফলে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী সপ্তাহের শেষ দিকে। শনিবার ও রবিবার ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা।সব মিলিয়ে রাজ্যজুড়ে শীতের আমেজে ব্যাঘাত ঘটাচ্ছে পূবালী হাওয়া।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest