CM attends Christmas Eve at Portuguese Church on Brabourne Road

Christmas 2021: ক্রিসমাস ইভে হাজির ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে, বড়দিনের আনন্দে শামিল মুখ্যমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শহরজুড়ে আলোর রোশনাই। বড়দিনের আনন্দে ভাসছে তিলোত্তমা। ক্রিসমাসের আগের রাতে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। অনুষ্ঠানের সূচনা করেন তিনি। গতরাতের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান আর্চ বিশপ স্বয়ং। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনা করেন। পরে গির্জায় মিডনাইট মাসের অনুষ্ঠানে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তার পর টুইটে লিখলেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আনন্দ করুন। তবে মেনে চলুন কোভিডবিধি।’ প্রতি বছরই বড়দিন উপলক্ষে বিশেষ উৎসব পালনে গির্জায় যান মুখ্যমন্ত্রী। অন্য বার তাঁকে সেন্ট পলস ক্যাথিড্রালে মাঝরাতের ক্যারলে অংশ নিতে দেখা যায়। এ বার তিনি উপস্থিত হলেন বড়বাজারে ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জায়। ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে।

গত ২০ ডিসেম্বর পার্ক স্ট্রিটের ক্রিসমাস কার্নিভালের উদ্বোধন করেন মমতা। ইতিমধ্যেই বড়দিনের উৎসবে মেতে উঠেছে মহানগরী। তবে মুখ্যমন্ত্রী এর মধ্যেই কোভিডবিধি মেনে চলার বার্তা দিলেন।

আরও পড়ুন: ববি, মালা, নাকি তৃতীয় কেউ, কলকাতার পরবর্তী মেয়র কে? জানা যাবে ২৩ ডিসেম্বর

বড়দিনে পার্ক স্ট্রিটে ভিড় সামাল দিতে আগেভাগেই প্রস্তুত ছিল কলকাতা পুলিশ। জোরদার করা হয়েছে তিলোত্তমার নিরাপত্তা। পার্ক স্ট্রিট ও শেক্সপিয়র সরণি এলাকার রাস্তায় নেমেছে মহিলা পুলিশের বিশেষ ২৫ জনের বাহিনী। ভিড়ের মধ্যে পার্ক স্ট্রিটে ইভটিজিং ও শ্লীলতাহানির সম্ভাবনা থাকে। সেই বিষয়টি মাথায় রেখেই পুলিশের এই বিশেষ মহিলা টিম তৈরি করা হয়েছে। ওই টিমের ২৫ জন সাদা পোশাকের মহিলা পুলিশকর্মী ও আধিকারিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন রাস্তায়। কোনও তরুণ ভিড়ের মধ্যে শ্লীলতাহানি, ইভটিজিং করলে অথবা কোনও তরুণীকে ইভটিজিংয়ের শিকার হতে দেখলে সঙ্গে সঙ্গেই তাকে ধরবেন ওই টিমের সদস্যারা।

বিশেষ কন্ট্রোল রুম তৈরি হয়েছে। পার্ক স্ট্রিট মোড়ে ওয়াচ টাওয়ার থেকে নজরদারির বন্দোবস্ত রয়েছে। এছাড়া নজরদারির জন্য লাগানো হয়েছে সিসিটিভি। বড়দিনে মেট্রোর সংখ্যাও বাড়ছে। ২২০টির বদলে ২৩০টি মেট্রো চালানোর সিদ্ধান্ত। দক্ষিণেশ্বর এবং পার্ক স্ট্রিট স্টেশনে ৪টি করে মোট ৮টি বাড়তি টিকিট কাউন্টার খোলার কথা।

আরও পড়ুন: Christmas 2021 : পার্কস্ট্রিটে বড় চমক, ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রি আর সান্তা !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest