পুজোয় নবান্ন ও স্বাস্থ্য ভবনের কন্ট্রোল রুম খোলা ২৪ ঘণ্টা, বাতিল জরুরী পরিষেবার ছুটি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনার সঙ্গে লড়াইয়ের মধ্যেই শারদোৎসবে গা ভাসাবে বাংলা। মহামারী পরিস্থিতিতে পালিত হবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব। তার ফল ভয়ানক হতে পারে জানিয়েছে রাজ্যের চিকিৎসকদের একাংশ। তাই যে কোনও ঘটনা সামলে নিতে তৈরি হচ্ছে প্রশাসনও।

পুজোর সময় জরুরি এবং কোভিড পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। জানানো হয়েছে, পুজোর সময় নবান্নে কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। স্বাস্থ্যভবনও খোলা থাকবে। উল্লেখ্য, সিঙ্গল চেম্বার চিকিৎসকদের কাজে সুবিধার জন্য তাঁদের ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট অ্যাক্টের খুঁটিনাটি নিয়ন্ত্রণের বাইরে রাখা হবে।হাসপাতালগুলিতে আরও প্রায় ২৫০০ নার্স নিয়োগ হবে এই সময়ে, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন : পুজোর আগেই শহরের রাস্তায় ছুটবে হুড খোলা দোতলা বাস, কাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী জেলাশাসকদের এ কথা জানিয়েছেন। সরকারি আধিকারিকদেরও এ কথা জানানো হচ্ছে। পুজোর সময় কোভিড পরিস্থিতির সঙ্গে মোকাবিলার জন্যই ওই জরুরী পরিষেবার কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করার ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার নবান্নে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ‘‌তবে পরবর্তী সময় তাঁরা এই ছুটি বাতিলের বাবদ আলাদা ছুটি পাবেন। তার জন্য বিশেষ সরকারি অর্ডার বেরচ্ছে।’‌

একইসঙ্গে এদিন মুখ্যসচিব জানিয়েছেন, ‘‌পুজোর সময় নবান্নে ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে। তার নম্বরগুলি হল — ১০৭০, ২২১৪ ৩৫২৬। একইসঙ্গে স্বাস্থ্য ভবনেরও সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। ২৪ ঘণ্টা কাজ করবেন সেখানকার কর্মীরা। অ্যাম্বুল্যান্স, করোনা চিকিৎসা–সহ যে কোনও প্রয়োজনে তাঁদের সঙ্গে এই হেল্পলাইনে যোগাযোগ করা যেতে পারে — ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২।’‌

আরও পড়ুন : চেতলায় দেবীদুর্গার চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী, ভিড় এড়াতে এবার ভার্চুয়াল পুজো উদ্বোধনেই সায়

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest