Site icon The News Nest

ডিএ মামলা পুনর্বিবেচনার আর্জি খারিজ হাইকোর্টের, রাজ্যের গালে থাপ্পড় বলল বিজেপি

kolkata high court web e1591441755142

ডিএ মামলায় (DA Case) সরকারি কর্মচারিদের পক্ষেই গেল রায়। রাজ্য সরকারের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার ডিএ মামলার (DA Case) শুনানিতে গত ২০ মে-র নির্দেই বহাল রাখল বিচারপতি হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ রাজ্যে সরকারি কর্মচারিদের ৩১ শতাংশ হারে মহার্ঘ ভাতা (DA) মেটাতে হবে সরকারকে।

ডিএ নিয়ে তৃতীয় বার রায় পুনর্বিবেচনার রাজ্যের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট । ফলে রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই গেল এই রায়। ডিএ মামলায় হাই কোর্টে রাজ্য সরকার ধাক্কা খাওয়ার পরই রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে। কর্মীদের পাশে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে বিজেপি-সিপিএম।

এ বিষয়ে তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, ‘ডিএ না দেওয়ার কথা রাজ্য সরকার কখনও ভাবেনি। সরকার, মাননীয়া মুখ্যমন্ত্রী সব সময়েই সরকারি কর্মীদের পক্ষে। এর আগেও তিনি ডিএ নিয়ে যা বলার বলেছেন, করেছেন, দিয়েছেনও।’ তিনি এও বলেন, ‘বিষয়টি একেবারেই বিচারাধীন। রাজ্য সরকার, রাজ্য সরকারের এজি এবং উচ্চ ন্যায়ালয় এবং বিচারপতির বিষয়। নিশ্চয়ই তারা এটা ঠিক করবেন। প্রয়োজনে যা করার তা করবেন। উচ্চ ন্যায়ালয়ের কোনও আদেশ নিয়ে তার উপরে তো কিছু বলা যায় না।’

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, ‘রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে গিয়েছিল। ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের গালে যথারীতি থাপ্পড় মেরে আবার পাঠিয়ে দিয়েছে। বলেছে সিঙ্গল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে।’সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘তোলাবাজি ন্যায্য, পাচার ন্যায্য, এটা কখনও মেনে নেওয়া যায় না। আজকের আদালতের রায়ে আবার ধাক্কা খেল রাজ্য। এর পরেও ওদের লজ্জা হবে কি না জানি না।’

Exit mobile version