Site icon The News Nest

চিনা কুস্তিগীরকে পরাজিত করে ৮৬ কেজি বিভাগের শেষ চারে দীপক পুনিয়া

dipak

রবি কুমারের মতোই ঝড়ের গতিতে টোকিও অলিম্পিক্সের শেষ চারে জায়গা করে নিলেন দীপক কুমার। তিনি ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৮৬ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ৬-৩ ব্যবধানে পরাজিত করেন চিনের জুসেন লিনকে।কোয়ার্টার ফাইনাল বাউটের প্রথম পিরিয়ডে দীপক ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। দ্বিতীয় পিরিডয়ে চিনা কুস্তিগীর (১+২) ৩ পয়েন্ট ঘরে তোলেন। দীপক সেখানে দ্বিতীয় পিরিয়ড থেকে (২+২+১) ৫ পয়েন্ট সংগ্রহ করেন। দু’টি পিরিয়ডেই দাপট বজায় রাখায় বাউট জিতে নেন দীপক।

সেমিফাইনালে দীপক ম্যাটে নামবেন আমেরিকার ডেভিড মরিস টেলরের বিরুদ্ধে। সেমিফাইনাল বাউট জিতলেই পদক নিশ্চিত করবেন দীপক।

উল্লেখ্য, ৮৬ কেজি বিভাগের প্রথম বাউটে নাইজেরিয়ার একেরেকেমে অ্যাগিওমোরকে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১২-১ ব্যবধানে পরাজিত করেন দীপক।

পুনিয়া ছাড়াও ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৫৭ কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন ভারতের রবি কুমার দাহিয়া। তিনি কোয়ার্টার ফাইনালে বাউটে টেকনিক্যাল সুপিরিয়রিটির নিরিখে ১৪-৪ ব্যবধানে পরাজিত করেন বুলগেরিয়ার জর্জি ভ্যালেন্টিনোভ ভ্যাঙ্গেলভকে। দীপকের মতো রবিও সেমিফাইনাল বাউট জিতলে টোকিও অলিম্পিক্সে পদক নিশ্চিত করবেন।

আরও পড়ুন : Buddhadeb Guha: হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ, ভুগছেন শ্বাসকষ্ট-সহ নানা সমস্যায়

আরও পড়ুন : দলিত নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে উত্তপ্ত দিল্লি, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন Rahul Gandhi

Exit mobile version