রাজ্যজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। বেসরকারি মতে, রাজ্যে মৃত্যু হয়েছে ৪৩ জনের। সরকারি মতে, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৩। নির্দেশিকা জারি করে কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর। সপ্তাহে ৪ দিন সোম-বুধ-বৃহস্পতি-শনিবার সকালে আউটডোর খোলা থাকবে। সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার সন্ধেয় খোলা থাকবে আউটডোর। রবিবারও হবে ভেক্টর কন্ট্রোলের কাজ। ভেক্টর কন্ট্রোলের সুপারভাইজার, ইন্সপেক্টর সবাইকে ৫ নভেম্বর পর্যন্ত রবিবারও আসতে হবে কাজে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা।
কলকাতা পুরসভার স্বাস্থ্য ও বিভাগের পক্ষ থেকে শনিবারই মেয়র এর বিবৃতির পর এই বিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রবিবার ২৪ শে সেপ্টেম্বর থেকেই এই বিজ্ঞপ্তি কার্যকর করা হবে। অর্থাৎ আগামীকাল থেকেই কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগে সাত দিনই কর্মসূচি এবং স্বাস্থ্যপরিসেবা মিলবে। শহর জুড়ে ডেঙ্গু এবং ম্যালেরিয়া সহ জ্বরের বাড়বাড়ন্তের পরই মশা বাহিত রোগের ক্ষেত্রে কলকাতা পুরসভার এই পদক্ষেপ।
কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে এখন ঘরে ঘরে ডেঙ্গি ছড়িয়ে পড়ছে। মশা নিধন করা হলেও মানুষ অনেক ক্ষেত্রেই সচেতন নয়। তার ফলে ডেঙ্গির মশা জন্ম নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত ডেঙ্গি মশার লার্ভা মিলেছে বলে খবর। এছাড়া শহরের অনেক বাড়িতে জমা জলের জেরে এমন মশা জন্ম নিচ্ছে।
রাজ্যে ডেঙ্গির বাড়বাড়ন্তে স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জেলাশাসক ও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। তার পরেই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হয়। এই নির্দেশিকা দেখার পর কলকাতা পুরসভাও সেই পথে হেঁটেছে।
আরও পড়ুন: Mamata Banerjee: বিদেশ থেকে ফিরেই এসএসকেএম হাসপাতালে মুখ্যমন্ত্রী, পায়ের চোটের চিকিৎসা