Site icon The News Nest

Durga Puja 2020: আজ বিজয়া দশমী, নির্দিষ্ট ২৪ টি ঘাটে থাকছে কড়া নিরাপত্তা; দায়িত্বে ৩ হাজার পুলিশ কর্মী

bisarjan 571 855

আজ বিজয়া দশমী (Bijaya Dashami)। চোখের জলে মাকে বিদায় দেওয়ার পালা। আবার এক বছরের অপেক্ষা। আলতা, সিঁদুর, মিষ্টিমুখে মাকে বরণ করে কৈলাসে যাবেন মা। সকলের মনেই বিষাদের সুর। এবছর করোনার কারণে পুজো সাধারণভাবেই অনুষ্ঠিত হয়েছে। মাকে বিদায় জানাতে জানাতে সকলের একটাই কাম্য, আসছে বছর আবার হবে। তবে আসছে বছর যেন সকলে সুস্থ থাকে।

আজ বিসর্জনের জন্য গঙ্গার ঘাটগুলিতে (Ganga Ghat) থাকবে কড়া নিরাপত্তা (Security)। নির্দিষ্ট করা হয়েছে ২৪টি ঘাট। আজ প্রায় আঠারোশো প্রতিমা বিসর্জন হওয়ার কথা। নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৩ হাজার পুলিশ কর্মী। প্রতিটি ঘাট ও ঘাটে যাওয়ার রাস্তায় ডিসি পদমর্যাদার অফিসাররা থাকবেন। বাকিগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা। গঙ্গাবক্ষে স্পিড বোটে চলবে নজরদারি।

থাকবে রিভার ট্রাফিক গার্ড ও বিপর্যয় মোকাবিলা দল। বিসর্জনের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ঘাটে করা হয়েছে মার্কিং। ২টি ওয়াচ টাওয়ার থেকে চলবে নজরদারি। থাকছে মহিলা পুলিশও। ডিজে অথবা মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্দিষ্ট কয়েকজনকে ঘাট চত্বরে যাওয়ার অনুমতি। প্রতিমার জন্য গাড়ির সংখ্যাও নির্দিষ্ট। বাবুঘাট, জাজেস ঘাট, নিমতলা ঘাটে চাপ বেশি থাকবে বলে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: মাস্ক নেই কুমারী মায়ের মুখে, সমালোচনার মুখে পরে ‘আধ্যাত্মিক’ যুক্তি বেলুড় মঠের

এবিপি আনন্দের খবর অনুযায়ী, বিসর্জনের জন্য কলকাতার বেশ কয়েকটি রাস্তা নির্দিষ্ট করা হয়েছে।

এই রাস্তাগুলি হল-রাসবিহারী অ্যাভিনিউ হয়ে কালীঘাট রোড-টালিগঞ্জ রোড।

-হাজরা রোড হয়ে হরিশ মুখার্জি রোড হয়ে বলরাম বসু ঘাট রোড।

-রেড রোড হয়ে রানি রাসমণি অ্যাভিনিউ-কিংস ওয়ে হয়ে স্ট্র্যান্ড রোড।

-বিবেকানন্দ রোড-কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিট হয়ে ক্রস রোড ফাইভ।

-যতীন্দ্রমোহন অ্যাভিনিউ-মদনমোহনতলা স্ট্রিট-রবীন্দ্র সরণি।

-যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে বি কে পাল অ্যাভিনিউ হয়ে নিমতলা ঘাট স্ট্রিট।

-মহর্ষি দেবেন্দ্র রোড হয়ে আহিরীটোলা স্ট্রিট হয়ে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড।

-চিত্তরঞ্জন অ্যাভিনিউ-যতীন্দ্রমোহন অ্যাভিনিউ হয়ে বিডন স্ট্রিট হয়ে নিমতলা ঘাট স্ট্রিট হয়ে স্ট্র্যান্ড ব্যাঙ্ক রোড।

আরও পড়ুন: Subho Bijoya Dashami Wishes: শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা, পাঠাতে পারবেন প্রিয়জনদের

Exit mobile version