Durga Puja Carnival 2022 : Ekdalia Evergreen Will not Participate in Red Road Carnival

Durga Puja Carnival 2022 : সুব্রত নেই, পুজো কার্নিভ্যাল থেকে সরে দাঁড়াল একডালিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পুজোর প্রাণপুরুষ সুব্রত মুখোপাধ্যায় নেই। শোকস্তব্ধ একডালিয়া এভারগ্রিনের পুজো কর্তারা। সে কারণে নবান্নের প্রস্তাব ফেরালেন তাঁরা। এই প্রথম একডালিয়া এভারগ্রিন পুজো কমিটি বিসর্জনের কার্নিভালে অংশ নিচ্ছে না।

গত বছর ৪ নভেম্বর প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর বাৎসরিক অনুষ্ঠান এখনও হয়নি। সে কারণেই কোনও আড়ম্বর চাইছেন না পুজো কমিটির উদ্যোক্তারা। সুব্রতের প্রয়াণের কারণেই এ বার কার্নিভালে তাঁরা অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন একডালিয়া কর্তৃপক্ষ।

আরও পড়ুন: আসছে বৃষ্টি, মহালয়ায় ভাসবে উত্তরবঙ্গ,পুজোয় তেমন বৃষ্টি হবে না, বলছে হাওয়া অফিস

ক্লাবের অন্যতম কর্মকর্তা স্বপন মহাপাত্র বলেছেন, ‘‘সুব্রতদা ছিলেন একডালিয়ার প্রাণপুরুষ। তাঁর উদ্যোগেই পুজো হত। তাঁর প্রয়াণের পর শারদোৎসবের আয়োজন করা আমাদের জন্য কষ্টকর ছিল। কিন্তু রীতি মেনে পুজো বন্ধ করা যায় না। তাই করতে হয়েছে।’’ যতটা না করলে নয়, তেমন ভাবেই এ বার পুজো সেরেছে একডালিয়া। পুজো বাদে দুর্গোৎসবে অন্য যে সব কর্মসূচি থাকে, সেগুলি এ বার করা হয়নি। সুব্রতর বাৎসরিক কাজ না হলে, এই আয়োজন না করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই ক্লাব কর্তা। তবে আগামী বছর কার্নিভাল হলে, তাতে অংশ নেওয়ার ব্যাপারে নতুন করে ভাবনা-চিন্তা করা হবে বলে ক্লাব সূত্রে খবর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বছর পুজো কার্নিভ্যাল থেকে ব্রাত্য থাকার বিষয়টি আগেই লিখিতভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, একাদশীর রাতেই বাবুঘাটে নিয়ম মেনে বিসর্জন দেওয়া হয় একডালিয়া এভারগ্রিনের মাতৃপ্রতিমা।

আরও পড়ুন: হিন্দু মহাসভার দুর্গাপুজোয় ‘গান্ধী’ রূপে অসুর! কেন্দ্রীয় সরকারের চাপে রাতারাতি রূপ বদল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest