West Bengal Election 2021: ২৯ এপ্রিল শীতলকুচির সেই বুথে পুনর্নির্বাচন, জানালো কমিশন

এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিআইএসএফ জওয়ানরা৷
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যে চতুর্থ দফার ভোটে রক্তস্নাত হয়েছিল কোচবিহারের শীতলকুচি। জোড়া পাটকি গ্রামের ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে প্রাণ হারান চার চারজন তরতাজা যুবক। তারপরই গন্ডগোলের জেরে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। বিনা প্ররোচনায় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলেন গ্রামবাসীরা। ক্ষোভে সেই বুথে ভাঙচুর চালায় উন্মত্ত জনতা। আগামী ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফার ভোটের দিন ওই ১২৬ নম্বর বুথে ফের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি৷ ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিআইএসএফ জওয়ানরা৷ সিআইএসএফ-এর তরফে অবশ্য দাবি করা হয়, কয়েকশো গ্রামবাসী বাহিনীর জওয়ানদের ঘিরে ফেলার কারণেই আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হন তাঁরা৷ গ্রামবাসীদের একাংশ ইভিএম সহ ভোটে ব্যবহৃত সরঞ্জামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ করে সিআইএসএফ৷ জেলা প্রশাসন এবং নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরাও একই রিপোর্ট জমা দেন৷

আরও পড়ুন: একসঙ্গে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ তরুণীর, চাঞ্চল্য পার্কস্ট্রিটে

গ্রামবাসীদের অবশ্য় অভিযোগ ছিল, বিনা প্ররোচনাতেই গুলি চালিয়েছিল কেন্দ্রীয় বাহিনী৷ একই অভিযোগ তোলে রাজ্যের শাসক দল৷এই ঘটনার পর তিন দিনের জন্য কোনও রাজনীতিবিদের কোচবিহার জেলায় প্রবেশের উপরে নিষেধাজ্ঞাও জারি করেছিল কমিশন৷ তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর ওই গ্রামে গিয়ে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের পরবর্তী দফাগুলিতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল শীতলকুচি৷

আগামী ২৯ এপ্রিল রাজ্যে অষ্টম তথা শেষ দফার নির্বাচন৷ সেদিনই শীতলকুচির ওই বুথে পুনর্গণনার সিদ্ধান্ত নিল কমিশন৷

আরও পড়ুন: বুথের মধ্যে তৃণমূলের এজেন্টের শ্লীলতাহানির অভিযোগ, BJP এজেন্ট আটক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest