দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বিদ্যুতের দাম অনেক বেশি। এই অভিযোগ বাংলার বিরোধীদের নতুন নয়। যা নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে বিদ্যুতের দাম নিয়ে আক্রমণ করা হয় রাজ্য সরকারকে। আর সেই বিদ্যুতের দাম খুব শীঘ্রই কমতে চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। এদিন দলের পক্ষ থেকে ভার্চুয়াল সভার আয়জন করা হয়। সেখানেই সবার শেষে বক্তব্য রাখেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানাবিধ রাজনৈতিক বক্তব্যের মাঝে তাঁর গলায় শোনা গিয়েছে রাজ্যের সম্পদের বিবরণ। সেই সম্পদের ব্যবহারিক দিক নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর তাতেই উঠে এসেছে বিদ্যুতের দামের প্রসঙ্গ।
মমতার বক্তব্যে এদিন উঠে এসেছে বীরভূমের দেউচা পাচামি কয়লা খনির কথা। তিনি বলেছেন, “আমাদের বীরভূমে দেউচা পাচামি কয়লা খনি এশিয়ার শ্রেষ্ঠ। আগামী ১০০ বছর আমাদের বিদ্যুতের অভাব হবে না। বিদ্যুতের দাম অনেক কমে যাবে।”
আরও পড়ুন : নরেন্দ্র মোদীর ছবি নয়, টিকার শংসাপত্রে জাতীয় পতাকার ছবি লাগানো উচিত, কড়া আক্রমণ মমতার
দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় বিদ্যুতের দাম অনেক বেশি। এই অভিযোগ বাংলার বিরোধীদের নতুন নয়। যা নিয়ে বিভিন্ন সময়ে আন্দোলন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন সময়ে বিদ্যুতের দাম নিয়ে আক্রমণ করা হয় রাজ্য সরকারকে। আর সেই বিদ্যুতের দাম খুব শীঘ্রই কমতে চলেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ছিল। এদিন দলের পক্ষ থেকে ভার্চুয়াল সভার আয়জন করা হয়। সেখানেই সবার শেষে বক্তব্য রাখেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানাবিধ রাজনৈতিক বক্তব্যের মাঝে তাঁর গলায় শোনা গিয়েছে রাজ্যের সম্পদের বিবরণ। সেই সম্পদের ব্যবহারিক দিক নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আর তাতেই উঠে এসেছে বিদ্যুতের দামের প্রসঙ্গ।
মমতার বক্তব্যে এদিন উঠে এসেছে বীরভূমের দেউচা পাচামি কয়লা খনির কথা। তিনি বলেছেন, “আমাদের বীরভূমে দেউচা পাচামি কয়লা খনি এশিয়ার শ্রেষ্ঠ। আগামী ১০০ বছর আমাদের বিদ্যুতের অভাব হবে না। বিদ্যুতের দাম অনেক কমে যাবে।”
আরও পড়ুন : শীঘ্রই রোহন শ্রেষ্ঠার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন শ্রদ্ধা কাপুর! পরিবারের সদস্যদের উত্তরে সন্দেহ জোরালো