Site icon The News Nest

‘একুশ বছর তৃণমূল করেছি, সেটা ভাবতে লজ্জা লাগছে’, হেস্টিংসের ঘটনায় মন্তব্য শুভেন্দুর

suvendu 2 2

আগামী বছরেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগে দলবদলের ইস্যুতে সরগরম রাজ্য রাজনীতি। দলবদলের আগে ইঙ্গিতপূর্ণ মন্তব্যের মাধ্যমে শাসকদল তৃণমূলকে কোণঠাসা করেছিলেন শুভেন্দু অধিকারী। তবে গেরুয়া শিবিরে যোগদানের পর থেকে সরাসরি তৃণমূলকে নিশানা করছেন তিনি। তবে এবার আক্রমণের পাশাপাশি একসময় তৃণমূলে থাকার জন্য লজ্জিত বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী।

তৃণমূলকে একহাত নিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানালেন, সিপিআইএমের ছেঁড়া চটি পায়ে গলিয়ে তৃণমূল সরকার চলছে। একইসঙ্গে তিনি যে এতদিন তৃণমূলে ছিলেন, তা ভাবতে লজ্জাবোধ হচ্ছে।

আরও পড়ুন: আত্মনির্ভরতা শিখিয়েছিলেন কবিগুরু, রবি-চিন্তায় দেশবাসীকে এগিয়ে যাওয়ার বার্তা মোদীর

শনিবার হেস্টিংসে বিজেপির প্রধান নির্বাচনী দফতরে নব্য বিজেপি নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আসার পথে সুনীলের গাড়ি আটকে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। গাড়ি ভাঙচুরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। তার জেরে ধুন্ধুমার বেঁধে যায়।

শনিবার হেস্টিংসে বিজেপির প্রধান নির্বাচনী দফতরে নব্য বিজেপি নেতাদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আসার পথে সুনীলের গাড়ি আটকে দেন তৃণমূল কর্মী-সমর্থকরা। গাড়ি ঘিরে শুরু হয় বিক্ষোভ। গাড়ি ভাঙচুরের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। তার জেরে ধুন্ধুমার বেঁধে যায়।

প্রাথমিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থলে আসেন আরও পুলিশকর্মী। ঘেরাওমুক্ত হয়ে বিজেপির দফতরে ঢুকে যান সুনীল। বিজেপির অভিযোগ, পুলিশের মদতে পরিকল্পিতভাবেই সেই বিক্ষোভ দেখানো হয়েছে। যদিও তৃণমূলের দাবি, ঘাসফুলের টিকিটে জিতে ‘বিশ্বাসঘাতকতা’ করায় স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দেখিয়েছেন কর্মীরা।

ভোটকুশলী প্রশান্ত কিশোরের নাম না করে শুভেন্দু দাবি করেন, যে দল করে এসেছেন, তা কোম্পানি হয়ে গিয়েছে। তৃণমূলে কোনও শৃঙ্খলা নেই। তিনি বলেন, ‘এই আচরণটা দেখলেন তো, এরা কী করল, লজ্জা লাগছে এই পার্টিটা আমি ২১ বছর ধরে দলটা করেছি। লজ্জা লাগছে।’

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)বলেন, “শুভেন্দুর কথার কোনও জবাব আমি দেব না। যা বলবেন ব্লক সভাপতি।” সুনীল মণ্ডলের উপর ‘হামলা’র ঘটনা নিয়েও কোনও কথা বলতে নারাজ পার্থ চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “কেন সুনীলকে নিয়ে কথা বলব? হাতে গোনা লোকের মধ্যেও আসেন না সুনীল।”

আরও পড়ুন: গাল ঘষলে, জিভ বের করলে বা দাঁত দেখলে বাজবে গান! অদ্ভুত AirPods Pro নিয়ে আসছে Apple

 

Exit mobile version