Site icon The News Nest

নিমতলা ঘাট স্ট্রিটে কাঠের গুদামের আগুন ছড়াল বস্তিতে, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

fire 1

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Fire) শহরে।  শুক্রবার সকাল সকাল পৌনে ৮টা নাগাদ নিমতলা ঘাট স্ট্রিটের একটি কাঠের গুদামে আগুন লাগে।  দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।  দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।  কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।  ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।

নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গুদামে প্রথম আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। তা দেখে তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকলেও। কী কারণে সেখানে আগুন লাগল, তা এই প্রতিবেদন প্রকাশিত হওয়া পর্যন্ত জানা যায়নি। ওই গুদামের কাছেই রয়েছে বস্তি। কাঠের গুদাম থেকে আগুন বস্তিতেও ছড়িয়ে পড়ছে। গুদামে দাহ্য পদার্থ থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা। ইতিমধ্যেই ওই এলাকা ঢেকেছে কালো ধোঁয়ায়।

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, নেই প্রচারেও, তাহলে কি এবার কং-বাম জোটের ইতি?

নিমতলা ঘাট স্ট্রিটের ওই এলাকা যথেষ্ট ঘিঞ্জি। তার উপর সেখানকার রাস্তা যথেষ্ট সরু। সেই রাস্তায় ঢুকতে অসুবিধায় হচ্ছে দমকলের। এর মধ্যেই যত দ্রুত সম্ভব আগুন আয়ত্তে আনার চেষ্টা করছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের জানিয়েছেন, ওই বাড়িতে গ্যাস মজুত সিলিন্ডার ছিল।  সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে।  দুর্ঘটনার খবর পেয়ে সেখানে গিয়ে পৌঁছন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি জানিয়েছেন, এলাকাটি কাঠের গোলায় ভরতি।  কয়েকশো গোলা রয়েছে।  এ ছাড়াও বসতিও রয়েছে।  দ্রুত আগুন না নেভালে বড় বিপদের আশঙ্কা রয়েছে।  কাঠের গুদামগুলির ভিতর থেকে এখনও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে বলে স্থানীয় সূত্রে খবর।

আরও পড়ুন: চোর সন্দেহে রাতভর পোস্টে বেঁধে ‘মার’, মানিকতলায় অটোয় মিলল যুবকের দেহ

Exit mobile version