Fire in Food Corporation's warehouse, black smoke engulfs entire area

Gardenreach Fire: ফুড কর্পোরেশনের গুদামে বিধ্বংসী আগুন, গোটা এলাকা ঢাকল কালো ধোঁয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গার্ডেনরিচে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া (এফসিআই)-র গুদামে বিধ্বংসী আগুন। দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকলের ১০টি ইঞ্জিন।

দমকল সূত্রে খবর, সকাল ১০টা নাগাদ তারাতলা রোডের হনুমান মন্দিরের কাছের কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থে ছুটে আসেন দমকলের কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। ভিতরে কেউ আটকে নেই বলেই আপাতত অনুমান করা হচ্ছে। তবে গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হচ্ছে দমকলবাহিনীকে।

আরও পড়ুন: Bhabanipur Bypoll: মমতাকে চ্যালেঞ্জ জানাতে Priyanaka Tiberwal-কে বেছে নিল BJP

জানা গিয়েছে, আগুন যে দ্রুত গতিতে একটি গুদাম থেকে অন্য গুদামে ছড়িয়ে পড়েছে, তাতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আগুনের জেরে বিস্ফোরণ এড়াতে গুদামের বাইরে থাকা ট্রাক-লরি সরিয়ে ফেলা হয়েছে। তবে গুদামে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকায় ঘণ্টাখানেকের মধ্যেই কার্যত ভস্মীভূত গুদাম। ব্যাটারি, অ্যালকোহলের মতো সামগ্রীও মজুত ছিল বলে জানা গিয়েছে।

এদিকে, অগ্নিকাণ্ডের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে তারাতলা রোড। ফলে বেহালা, খিদিরপুর এলাকা দিয়ে গাড়ি, বাস, অটো ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যার জেরে স্বাভাবিক ভাবেই বেড়েছে যানজট। উল্লেখ্য, শুক্রবার নিমতলা ঘাট স্ট্রিটের কাঠের গুদামে দাউদাউ করে জ্বলে উঠেছিল আগুন। দ্রুত তা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। দমকল কর্মীদের চেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের আগুন লাগল গার্ডেনরিচের গুদামে। তবে ঠিক কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হবে। আপাতত আগুন নেভাতে তৎপর কর্মীরা। গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্তা ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ক্রমশ কমছে সম্পত্তির পরিমাণ,নেই কোনও বাড়ি-গাড়ি, হলফনামায় জানালেন Mamata Banerjee

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest