Former Chief Minister of Gujarat join Trinamool !

গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূল যোগ! ‘ভবিষ্যদ্বাণী’ ঘিরে জল্পনা তুঙ্গে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘কে জানে কদিন পর গুজরাটের কোনও প্রাক্তন মুখ্যমন্ত্রী এসে তৃণমূলে যোগ দেবেন’, বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগ দেওয়ার পরেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। ফেসবুক লাইভে তিনি এই বক্তব্য রেখে দাবি করেন, ‘জানি না কী হতে চলেছে ভগবান জানে। প্রস্তুত থাকুন, খেলা চলছে, বিরাট খেলা চলবে।’

বাবুল সুপ্রিয়র দলবদলের পর শুধু রাজ্য রাজনীতি নয়, আলোড়ন পড়েছে জাতীয় রাজনীতিতেও। দল বদলের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করেছেন বাবুল। এবার এই প্রসঙ্গে ফেসবুক লাইভে সরাসরি মোদী এবং অমিত শাহকে তোপ দাগেন দেবাংশু।

বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদান প্রসঙ্গে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘প্রধানমন্ত্রীর জন্মদিনে এটা রিটার্ন গিফট।’ এখানেই শেষ নয়, দেবাংশু বলেন, ‘অমিত শাহকে রাজনীতির চাণক্য বলা হয়। কিন্তু, কেমন চাণক্য তিনি, যিনি নিজের দলের ফেসদের দলে রাখতে পারছেন না। বাংলায় ৭৭ এর গন্ডি পার হতে পারলেন না। তার মানে কি এটা, যে এখন রাজনীতির আসল চাণক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়! যিনি শান্তভাবে,কখনও রাস্তায় নেমে, কখনও রাজনীতির ময়দানে নিজেকে প্রমাণিত করছেন।’ তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশে দেবাংশু বলেন, ‘আগামী ৫ বছর আপনাদের কাজ টিভির সামনে বলে পপকর্ন খাওয়া, মানুষের পাশে থাকা এবং উন্নয়ন দেখা। খেলা তো সবে শুরু।’

লাইভের একদম শেষ অংশে দেবাংশু বলেন, ‘দেখুন হয়তো দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী কলকাতায় এসে যোগ দিচ্ছেন তৃণমূলে। আমি ঠিক জানি না কী হতে চলেছে। প্রস্তুত থাকুন, খেলা চলছে, বিরাট খেলা হবে।’

দেবাংশুর এই মন্তব্য রাজনৈতিকভাবে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। দেবাংশু আরও বলেন, ‘বাংলায় যখন ২ জন সাংসদ ছিল তখনও বাবুল সুপ্রিয়কে প্রতিমন্ত্রী করা হয়েছিল। গোরুর গাড়ির হেডলাইটের মতো। কিন্তু, এবার যখন বাংলা থেকে ১৮টি আসনে BJP জয়ী হল তখন একজনকে পূর্ণমন্ত্রী করা হবে বলে মনে করেছিলেন অনেকে। কিন্তু, তার জায়গায় বাবুল সুপ্রিয়র মতো একজন ব্যক্তিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হল।’ এদিন BJP নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দেবাংশু বলেন, ‘খেলা হবে…’।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest