Giving Covishield to all Health Centers today, may be closed again from Tuesday

আজ সব পুর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিশিল্ড প্রদান, মঙ্গলবার থেকে আবারও হতে পারে বন্ধ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আজ, সোমবার পুর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মিলবে কোভিশিল্ড (Covishield Dose)। কাল, মঙ্গলবার থেকে কলকাতায় দেওয়া হবে না কোভিশিল্ড। বিজ্ঞপ্তি দিয়ে কোভিশিল্ডের সমস্যা জানাল পুরসভা।কলকাতা পুরসভা পক্ষ থেকে বলা হচ্ছে, “ভারত সরকারের থেকে পর্যাপ্ত টিকার জোগানের অভাবে আগামী ১০ অগস্ট, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সমস্ত কোভিশিল্ড প্রদান কেন্দ্র বন্ধ থাকবে। সাধারণভাবেই চলবে কোভ্যাক্সিনের কেন্দ্র।”

শনিবার বিকেলে রাজ্যে এসেছে কোভিশিল্ডের ৩.৫৭ লাখ ডোজ। তারপরই পুরনিগমের তরফে জানানো হল, সোমবার কলকাতায় কোভিশিল্ডের দেওয়া হবে।

আরও পড়ুন: যাত্রীবাহী বিমানের ভিতরে সাপ! দমদম বিমানবন্দরে ছড়াল তীব্র চাঞ্চল্য

পর্যাপ্ত জোগানের কারণ দর্শিয়ে গত শুক্রবার থেকে কলকাতায় কোভিশিল্ডের প্রদান বন্ধ করে দেওয়া হয়েছিল। পুরনিগমের তরফে দাবি করা হয়েছিল, যেমন জোগান মিলবে, সেই ভিত্তিতে কোভিশিল্ড দেওয়া হবে। শনিবার পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম অভিযোগ করেন, কেন্দ্রের তরফে টিকার জোগান দিতে না পারায় বিপত্তি হয়েছে। এক্ষেত্রে রাজ্য সরকার বা পুরনিগমের হাত-পা বাঁধা। সেইসঙ্গে তিনি জানিয়েছিলেন, শুধুমাত্র কলকাতার বাসিন্দারা পুরনিগমের কেন্দ্র থেকে টিকা নিচ্ছেন, সেটা মোটেও নয়। বরং পার্শ্ববর্তী কয়েকটি জেলারও মানুষ কলকাতা থেকে টিকা নিচ্ছেন।

ফিরহাদের মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই শনিবার বিকেলে কলকাতায় এসে পৌঁছায় কোভিশিল্ডের ৩৫৭,২৪০ ডোজ। বাগবাজারে সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে রাখা হয়েছে। তার জেরে কোভিশিল্ডের আকাল কিছুটা মিটবে বলে আশাপ্রকাশ করছেন রাজ্যের স্বাস্থ্য দফতরের কর্তারা। তবে যে পরিমাণ কোভিশিল্ড কলকাতা পুরনিগমের হাতে এসেছে, তাতে একদিনই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার করোনাভাইরাস টিকা প্রদান করা যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ভবানীপুরে লড়াই শুরু মমতার? উপনির্বাচনের জন্য নয়া স্লোগান বাঁধল TMC

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest