Guv Jagdeep Dhankhar falls ill, convoy returns to Raj Bhavan, cm mamata banerjee takes stock

মতুয়া মেলায় যাওয়ার পথে অসুস্থ, রাজভবনে চলছে রাজ্যপাল ধনকড়ের চিকিৎসা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মতুয়া সম্প্রদায়ের তরফে আমন্ত্রণ পেয়েও তা শেষমেশ রক্ষা করতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। শুক্রবার ঠাকুরনগরের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু মাঝপথ থেকেই কলকাতা ফিরে আসেন তিনি এবং তাঁর স্ত্রী সুদেশ ধনকড়।

কৈখালিতে পৌঁছলে নিজেই গাড়ি ঘোরাতে বলেন তিনি। প্রথমে শোনা যায় ব্যক্তিগত কারণেই নাকি ফিরে এসেছেন তিনি। কিন্তু সূত্রের খবর, আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাজভবনে ফেরেন।জানা গিয়েছে, হজমের সমস্যা হয়েছে তাঁর। এসএসকেএম হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ধনকড়ের চিকিৎসা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন: ফুটো নৌকার হাল ধরলেন! ‘নতুন’ মুখদের নিয়ে সেলিমের নেতৃত্বে CPIM-কি কুল পাবে?

রাজভবনে পৌঁছতেই খবর দেওয়া হয় চিকিৎসদের। গাড়িতে চিকিৎসার সরঞ্জাম নিয়ে রাজভবনে ঢুকতেও দেখা যায় একাধিক চিকিৎসককে। রাজ্যপালের শারীরিক পরীক্ষা করে দেখা হয়। তাঁর অবস্থা কতখানি গুরুতর, হাসপাতালে ভরতি করার প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

রাজ্যপালের অসুস্থতার খবর পেয়েই ফোন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে রাজনৈতিক মতোবিরোধ তুঙ্গে। সম্প্রতি একাধিক ইস্যুতে সেই তিক্ততা আরও বেড়েছে। চিঠি পালটা চিঠি দিয়ে একে অন্যের দিকে অভিযোগ ছুঁড়ে দেন বারবার। কিন্তু সেসব মতোবিরোধ সরিয়ে রেখেই ধনকড়ের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা। নবান্ন সূত্রে আরও খবর, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডটিও প্রস্তুত রাখা হয়েছে রাজ্যপালের জন্য। প্রয়োজনে যে কোনও মুহূর্তে তাঁকে ভরতি করা যাবে।

আরও পড়ুন: Jadavpur Fire: একের পর এক বিস্ফোরণের শব্দ, যাদবপুরে কেমিক্যাল ল্যাবে ভয়াবহ আগুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest