KMC Election Result 2021: Mamata Banerjee's reaction on KMC municipal election 2021

KMC Results: ‘বিজেপি ভোকাট্টা, বামেরা নো পাত্তা’; কটাক্ষের সুর মমতার গলায়! পুজো দিলেন কামাক্ষ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রত্যাশা ছিলই। নিরঙ্কুশ সংখ্য়াগরিষ্ঠ জয় পেতে চলেছে তৃণমূল, গণনা শুরু হওয়ার প্রথম দু’ঘণ্টার মধ্যেই তার আভাস মিলেছিল। তেমনটাই হল। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “এবার ভোট হয়েছে উৎসবের মেজাজে, আর এই ফলাফল গণ উৎসবে গণতন্ত্রের জয়।”

তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল উচ্ছ্বাসের এদিন মধ্যেই কালীঘাটের বাড়ির বাইরে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মানুষের এই রায়ে মাথা নত করে কাজ করে যাবে তৃণমূল কংগ্রেস, জানান তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জি।মুখে আলতো হাসি নিয়েই উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘গণ উৎসবে গণতন্ত্রের জয়। মানুষ শান্তিতে ভোট দিয়েছেন। সকলের জন্যে আরও বেশি করে কাজ করার সুযোগ পেলাম। আমি সকল মা মাটি মানুষদের, আমার ভাই বোনদের অভিনন্দন জানাই, এই নির্বাচন হয়েছে উৎসবের মত করে। গণতন্ত্রের জয়। এটাই আশা ছিল। কলকাতা আমাদের গর্ব। কলকাতাই সারা দেশকে পথ দেখিয়ে গর্বের দিকে নিয়ে যাবে। এই রায়ই আমাদের সাহায্য করবে মানুষের উন্নয়নের জন্য কাজ করে যেতে।’

আরও পড়ুন: শোভনের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জয়ী রত্না! এ বার বাড়ি ছাড়ুন, মামলার হুমকি বৈশাখীর

এই সুযোগে বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। জয়ের আঁচ পেয়েই বিরোধী দলকে কটাক্ষের ছলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিজেপি ভোকাট্টা, বামেরা নো পাত্তা, কংগ্রেস স্যান্ডউইচ!’

এদিন ভোটের ফলাফলের ছবি স্পষ্ট হতেই তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অসমের উদ্দেশে উড়ে যান। গুয়াহাটি বিমানবন্দরে নেমে পৌঁছে সোজা চলে যান কামাক্ষ্যা মন্দিরে। গোটা মন্দির ঘুরে দেখেন বাংলার মুখ্যমন্ত্রী। গর্ভগৃহে গিয়ে পুজো দেন। প্রদীপও জ্বালান তিনি। মন্দিরে প্রবেশের পরই মুখ্যমন্ত্রীর গলায় অসমের ঐতিহ্যবাহী অসমিয়া গামছা পরিয়ে দেন মন্দিরের প্রধান পূজারী। হাত জোড় করে সৌজন্য দেখান মমতা–ও। ‌কামাক্ষ্যা মন্দিরের ভিতরে একটি পবিত্র জলাশয় রয়েছে। সেই জলাশয়ে দাঁড়িয়ে সূর্য প্রণামও করেন তিনি। মমতা পুজো দেন বগলামুখী মন্দিরেও। এদিন বিকেলেই তিনি ফিরে আসেন কলকাতায়।

আরও পড়ুন: KMC Poll 2021: ‘টাকার বিনিময়ে প্রার্থী করেছে বিজেপি’, ফের বোমা ফাটালেন রূপা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest