Kolkata Book Fair 2022: Kolkata Book Fair is going to start in January 2022

Kolkata Book Fair 2022: আবারও হতে চলেছে কলকাতা বইমেলা, কবে থেকে জেনে নিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বইপ্রেমীদের জন্য দারুন সুখবর। ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair 2022) দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে এ বারের কলকাতা বইমেলা। মেলা চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। করোনাবিধি (Covid Protocol) মেনেই মেলার আয়োজন করা হবে।

২০২১ সালে যে বইমেলা হওয়ার কথা ছিল, করোনার কারণে তা স্থগিত রাখা হয়, সেবারেও থিম করা হয়েছিল বাংলাদেশ। বাইশের বইমেলাতেও থিম অপরিবর্তিতই থাকছে বলে সূ্ত্রের খবর। পূর্ব পরিকল্পনামাফিক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপন করতেই এই থিম নির্বাচন করা হয়েছে।

পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা আগামী ১২ তারিখ একটি সাংবাদিক বৈঠক করব। সেখানে বিস্তারিত বলা হবে। সমস্ত নিয়ম মেনেই বইমেলা আয়োজিত হবে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। আমি জানি, সাধারণ প্রকাশক ও পাঠকদের মধ্যে অনেক রকম প্রশ্ন আছে। সেগুলি পরিষ্কার করে দেওয়া হবে।”

করোনা সংক্রমণের মধ্যে নানা রকম কী কী বিধিনিষেধ জারি করা হবে বইমেলার ক্ষেত্রে তা বৈঠকের পরেই বিস্তারিত জানানো হবে। তবে সেই নিয়ম এখনও স্পষ্ট করে বিধিবদ্ধ হয়নি। গিল্ডের আরেক সদস্য শুভঙ্কর দে-র কথায়, ‘‘কোভিড বিধি মেনেই আয়োজন করা হবে। নির্দিষ্ট কিছু নিয়ম করা হবে। সেগুলি মেনেই মেলা পরিচালনা করা হবে।’’

শুভঙ্কর আরও বলেছেন, ‘‘গত বছরই বইমেলা হয়নি। গত বছরে থিম দেশ হওয়ার কথা ছিল বাংলাদেশ। বইমেলা না হওয়ায় তাঁরা আসতে পারেননি। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর বছর, শেখ মুজিবুর রহমানের শতবর্ষ, এমনই অনেক কারণে এই বছর বাংলাদেশের কাছে ঐতিহাসিক। সেই কারণেই তাঁদেরকে থিম দেশ হিসাবে রাখা হয়েছে।’’

বাংলাদেশ থিম হওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশের পাঠক ও প্রকাশকেরাও। করোনার কারণে একবছর বইমেলা স্থগিত থাকার পর এ বছর বইমেলা অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের প্রকাশক ও লেখকরাও এ বার এপার বাংলার মানুষের কাছে পৌঁছতে পারবেন বলেই আশা করছেন তাঁরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest