দ্বিতীয় হুগলি সেতুতে পরিত্যক্ত গাড়ি, তাহলে কি গঙ্গায় ঝাঁপ ব্যবসায়ীর? চলছে তল্লাশি

রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন কলকাতার এক ব্যবসায়ী। দ্বিতীয় হুগলি সেতুতে পাওয়া যায় তাঁর গাড়ি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন না কি তাঁর সঙ্গে অন্য কিছু ঘটেছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গেলেন কলকাতার এক ব্যবসায়ী। দ্বিতীয় হুগলি সেতুতে পাওয়া যায় তাঁর গাড়ি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি নদীতে ঝাঁপ দিয়েছেন না কি তাঁর সঙ্গে অন্য কিছু ঘটেছে, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ব্যবসায়ীর নাম শোভন বিড়লা। তাঁর বাড়ি বালিগঞ্জের অভিজাত এলাকায়। গাড়ির যন্ত্রাংশের ব্যবসা রয়েছে তাঁর। কিছু দিন আগেই ওই ব্যবসায়ী ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন। ব্যবসায়ীর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও তিনি পুরো সুস্থ হয়ে ওঠেননি বলেই পরিবার সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, তার মধ্যেই রবিবার সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

আরও পড়ুন:  ‘টাউটে’-র দাপটে কর্নাটক ও কেরলে মৃত ৬, বিধ্বস্ত গোয়াও

রবিবার সকালে বিদ্যাসাগর ট্র্যাফিক গার্ডের এক কর্মী ওই ব্যবসায়ীকে সেতুর উপরে দেখেন। তিনি কাছে গেলে যদিও তাঁকে আর দেখতে পাননি। সেতুর উপরে ফাঁকা গাড়িতে থাকা কাগজ থেকে তাঁর নাম ও পরিচয় জানা যায়। তার পরেই খবর দেওয়া হয় পরিবারে।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদ থেকে নদীতে ঝাঁপ দিয়ে থাকতে পারেন ওই ব্যবসায়ী। গঙ্গায় তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। শোভনের পরিবারের দাবি, তাঁর কোনও মানসিক অবসাদ ছিল ন। তিনি আত্মহত্যা করতে পারেন না বলেও দাবি পরিবারের।

রবিবার থেকেই রাজ্যে কার্যত লকডাউন শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড, নাকা তল্লাশি করা হচ্ছে। তার মধ্যে ওই ব্যবসায়ী কী ভাবে গাড়ি নিয়ে সবার নজর এড়িয়ে সেতুর উপর উঠলেন সেই নিয়েও উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: ব্যস্ততম রাস্তায় ডিম চুরি করে বরখাস্ত পুলিশ কনস্টেবল, ভাইরাল হল ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest