Kolkata Fake Officer: Police arrested fake women traffic surgent

লাল টকটকে লিপস্টিক, চোখে সানগ্লাস! সোশ্যাল মিডিয়ায় ছবি দিতেই নজরে সুন্দরী ‘ট্রাফিক সার্জেন্ট’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভুয়ো কেএমসি (Kolkata Municipal Corporation) কর্তা তথা IAS দেবাঞ্জন দেব, একাধিক ভুয়ো সিবিআই (CBI) আধিকারিকের পর এ বারে পুলিশের নজরে ভুয়ো কলকাতা ট্রাফিক পুলিশের (Kolkata Traffic Police) লেডি অফিসার সুলগ্না ঘোষ।

হট রেড লিপস্টিক, চোখে সানগ্লাস, কানে কয়েক জোড়া দুল। কখনও চুলে পনিটেল আবার কখনও টপ নট। এই বাহারি সাজসজ্জার সঙ্গে পরনে কলকাতা পুলিশের (Kolkata Police) ট্রাফিক সার্জেন্টের দুধ সাদা উর্দি! সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক ধরে ঘুরছিল সুন্দরী এই মহিলা ট্রাফিক কর্তার ছবি। একে এত সুন্দরী, তার ওপরে গায়ে পুলিশকর্তার পোশাক, তাই তা নজর কেড়েছিল অনেকেরই। এমনকি নিজেকে কলকাতার পুলিশ কমিশনার (Kolkata Police Commissioner) সৌমেন মিত্রকে বাবা বলেও নাকি পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছিল সুলগ্না। তবে সম্প্রতি নিজের অ্যাকাউন্ট থেকে সেই সব ছবি ডিলিট করে দেয় সে। তাতে সন্দেহ দানা বাঁধে। এরপর নাম প্রকাশে অনিচ্ছুক কেউ যুবতীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন কলকাতা পুলিশের সাইবার সেলে।

আরও পড়ুন: দ্রুত উপনির্বাচন করানোর দাবি, নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল

শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নিজের স্ট্যাটাস বাড়াতেই কি এই পোস্ট করেছিলেন তরুণী? নাকি এর পিছনে অন্য কোনও ছক রয়েছে? জেরায় সেই বিষয়টিই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সূত্রের খবর, তরুণীর বিরুদ্ধে প্রতারণার কোনও অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে কেন তিনি পুলিশ কমিশনাকে বাবা পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, তরুণীর মায়ের দাবি, তাঁর মেয়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি মডেলিং করেন। একাধিক নাটকেও অভিনয় করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোশাক তাঁকে পরতে হয়। ভালোলাগার জায়গা থেকেই পুলিশের পোশাক পরে সোশ্য়াল মিডিয়ায় ছবি দিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ কমিশনাকে বাবা পরিচয় কেন দিয়েছিলেন? তা এখনও ধোঁয়াশার। ইতিমধ্যেই ওই তরুণীকে থানায় ডেকে সতর্ক করেছেন তদন্তকারীরা। উল্লেখ্য, সুলগ্নার ফেসবুক বন্ধুর তালিকায় একাধিক ট্রাফিক সার্জেন্ট রয়েছেন।

আরও পড়ুন: প্রতারণার শিকার তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেন,গ্রেফতার ভুয়ো ইডি কর্তা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest