Kolkata: kolkata listed among best 25 cities in world

Kolkata: আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সেরা শহরের তালিকায় City of Joy, শুভেচ্ছা মমতার

এবার বিশ্বের অন্যতম সেরা শহরের তালিকায় ঢুকে পড়ল কল্লোলিনী তিলোত্তমা। সৌন্দর্যায়ন, ভ্রমণ, উন্নয়ন – আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় সব কিছুর নিরিখেই বিশ্বের আর ২৪ টি শহরের সঙ্গে জায়গা করে নিয়েছে কলকাতা। সোশাল মিডিয়ায় পোস্ট করে সুখবর জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীই। এহেন কীর্তি স্থাপনের জন্য শহরবাসীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’।

ট্রাভেল+লেইজার নামক একটি সংস্থা ভ্রমণ এবং অবসরের জন্য বিশ্বের সেরা ২৫ শহরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় হয়েছে ভারতের তিনটি শহর। ২৫ শহরের প্রথম স্থানে রয়েছে সান মিগিয়েল দে অ্যালেন্ডে। দ্বিতীয় স্থানে রয়েছে উদয়পুর, ১৯নম্বরে কলকাতা এবং ২১ নম্বরে জয়পুর।

স্যাভিলস গ্রোথ হাবস ইন্ডেক্স-এর সমীক্ষা বলছে, দ্রুত উন্নয়ন এবং বিকাশের নিরিখে বিশ্বের সেরা শহরগুলির তালিকায় একাদশ স্থানে কলকাতা। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অন্য একটি সমীক্ষার ফলাফলও। দিল্লি আইআইটি মে মাসে বিশ্বের মেট্রো শহরগুলির বায়ুর গুণগতমানের নিরিখে কলকাতা সেরার স্থানে।

মুখ্যমন্ত্রী নিজে ফেসবুক পোস্ট করে কলকাতার নয়া গৌরবের কথা জানিয়েছেন। ঐতিহ্য, আধুনিকতা, গতিশীলতা আর সংস্কৃতির সুন্দর মেলবন্ধনেই এ শহর বিশ্বের দরবারে মাথা উঁচু করে নিজের পরিচিতি তৈরি করেছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রাজধানীকে আরও সমৃদ্ধশালী ও সুন্দর করে তুলতে শহরবাসীর কাছে তাঁর আবেদন, ‘আসুন সকলে হাতে হাত মিলিয়ে কাজের মধ্যে দিয়ে এগিয়ে যাই।’