Kolkata police are stepping up surveillance on Afghans in the city

শহরে থাকা আফগানদের উপর নজরদারি বাড়াচ্ছে কলকাতা পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আফগানিস্তানে তালিবানি শাসনের পুনরুত্থানে কপালে ভাঁজ গোটা বিশ্বের ৷ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে সংশ্লিষ্ট প্রশাসনের ৷ ভারতও তার ব্যতিক্রম নয় ৷ দেশের অন্যান্য শহর ও মহানগরের মতোই কলকাতাতেও ভিনদেশিদের নিয়মিত আনাগোনা রয়েছে ৷ তাঁদের মধ্যে বহু আফগান নাগরিকও রয়েছেন ৷ এবার শহর ও শহরবাসীর নিরাপত্তার স্বার্থে এই আফগানদের উপর বাড়তি নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে লালবাজার ৷

কলকাতা পুলিশ সূত্র খবর, এমন বহু বিদেশিই আছেন, যাঁরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শহরে থেকে যান ৷ কলকাতা ফুটবলের শহর ৷ একাধিক নামী ক্লাব রয়েছে এখানে ৷ সেইসব ক্লাবে বহু বিদেশি খেলোয়াড় খেলতে আসেন ৷ অনেকে আসেন চিকিৎসা করাতে কিংবা উচ্চশিক্ষার জন্য ৷ এইসব তালিকাতেও আফগানদের সংখ্যা নেহাত কম নয় ৷ কলকাতার পার্ক সার্কাস, তপসিয়ার মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলি ছাড়াও শহরের বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বা বাড়ি ভাড়া করে থাকেন এই আফগান নাগরিকরা ৷ অনেকে এখানে বছরের পর বছর থেকে যান শুধুমাত্র ব্যবসার কাজে ৷ এঁদের সকলের কাছে ভারতে থাকার বৈধ নথি রয়েছে কিনা, এবার সেইসবই যাচাই করবে কলকাতা পুলিশ ৷

আরও পড়ুন : মোদীর সামনে জাতীয় পতাকার উপরে চাপানো হল বিজেপির পতাকা, কল্যাণ সিংয়ের মরদেহ ঘিরে বিতর্ক

পুলিশের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, প্রশাসনের আশঙ্কার কথা ৷ আসলে আফগানিস্তানে পুনরুত্থানের পর তালিবানরা অন্যান্য ইসলাম জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সখ্য স্থাপনের চেষ্টা করছে ৷ তাদের মধ্যে অন্যতম আনসার-উল-বাংলা টিম বা এবিটি ৷ কিছুদিন আগে এই সংগঠন তাদের নাম পাল্টে আনসার-উল-ইসলাম করে দিয়েছে ৷ সংগঠনের সদস্যদের দাবি, তারা নাকি আল-কায়দার বাংলাদেশ শাখা ৷ অভিযোগ, ইতিমধ্যেই ইসলামের দোহাই দিয়ে বেশ কয়েকজন ব্লগারকে খুন করেছে তারা ৷ তথ্য বলছে, 2007 সালে তৈরি হয় এই জঙ্গি সংগঠন ৷ 2013 সালে তাদের নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশের সরকার ৷ গোয়েন্দাদের অনুমান, ওপার বাংলায় বাধার মুখে পড়ে এপারে সন্ত্রাস ছড়াতে পারে সদ্য পরিচয় বদলে ফেলা এই জঙ্গি গোষ্ঠী ৷

সাধারণত, এই ধরনের সংগঠনের সদস্যরা নানারকম পরিচয় ভাঁড়িয়ে অন্যান্য দেশে গিয়ে ঘাঁটি গাড়ে ৷ কলকাতাতেও আফগান নাগরিকের পরিচয় ভাঁড়িয়ে এমন কেউ গা-ঢাকা দিয়ে রয়েছে কিনা, তা জানতে চাইছে কলকাতা পুলিশ ৷ শুরু হয়েছে তৎপরতা ৷ লালবাজারে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের আধিকারিকদের এই বিষয়ে কাজে লাগানো হয়েছে ৷ তাঁরাই এই শহরে থাকা ও নিয়মিত যাতায়াত করা আফগান নাগরিকদের উপর নজরদারি চালাচ্ছে ৷ কারও আচরণে সন্দেহ হলে সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : SS Hakim: প্রয়াত অলিম্পিয়ান ও প্রাক্তন ফুটবল কোচ সৈয়দ শাহিদ হাকিম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest