Kunal Ghosh: sheikh shahjahan will be arrested within 7 days says tmc leader kunal ghosh

Kunal Ghosh : ‘সাত দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার’, অভিষেকের হয়ে সওয়াল করে ভবিষ্যদ্বাণী কুণালের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পুলিশের কোনও বাধা নেই, প্রধান বিচারপতির এই নির্দেশের পরই শাহজাহানের বিরুদ্ধে একের পর এক এফআইআর করছে পুলিশ। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়ে দিয়েছেন, সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শাহজাহান।

কুণাল ঘোষ এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, শেখ সাজাহান গ্রেপ্তার নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন। আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্ট সেই জট খুলে পুলিশকে পদক্ষেপে অনুমোদন দেওয়ায় ধন্যবাদ। সাত দিনের মধ্যে শাজাহান গ্রেফতার হবে। কুণাল বলেন, ‘সত্যি অভিষেক সামনে এনেছেন বলে বিষয়টি আদালতে এসেছে। আদালতকে ধন্যবাদ। রাজ্য পুলিশকে আদালত ছাড়পত্র দিলেন।’

গত বুধবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রে ‘অন্তরায়’ আদালত। কোর্টই পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে। তার পরে রবিবার মহেশতলায় গিয়েও সেই কথাই বলেছিলেন অভিষেক। অতঃপর সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম বলেন, ‘‘স্পষ্ট ভাবে বলছি, পুলিশকে কোনও নির্দেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আমরা পুলিশকে বলিনি যে, গ্রেফতার করা যাবে না।’’ সোমবার তৃণমূলের অন্যতম মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘আদালতের ব্যাপারে সাধারণত কেউ কিছু বলেন না। অপ্রিয় প্রশ্নটা তুলেছিলেন অভিষেক। তিনি বলার পরেই আদালতকে বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাই মামলা নির্ধারিত না থাকলেও স্বতঃপ্রণোদিত ভাবে সোমবার মামলাটি ওঠে।’’ তৃণমূল পুরনো রায়ের ৭ এবং ৮ নম্বর অনুচ্ছেদ দেখিয়ে দাবি করছে, আদালত স্পষ্টই বলেছিল, রাজ্য পুলিশকে ‘সংযত’ থাকতে হবে। তারা কোনও ‘প্রক্রিয়া’ করতে পারবে না।

বসিরহাট পুলিশ জেলার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই শাহজাহানের বিরুদ্ধে তিনটি এফআইআর করা হয়েছে। এর আগেই শাহজাহানের দুই শাগরেদকে গ্রেপ্তার করে পুলিশ। এবার কি তবে জালে ধরা পড়তে চলেছে সন্দেশখালির ‘বাঘ’? সেদিকেই তাকিয়ে গোটা বাংলা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest