Left rally in kolkata for release of Naushad Siddiqui, ISF in High Court

Naushad Siddiqui : নওসাদের মুক্তি চেয়ে মঙ্গলে পথে বামেরা ,হাইকোর্টে আইএসএফ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মঙ্গলবার দুপুরে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর মুক্তি চেয়ে পথে নামছে বামেরা। রামলীলা পার্ক থেকে রানি রাসমণি রোড পর্যন্ত মিছিল করবে বামফ্রন্ট সহ একাধিক দল।পুলিশের কাছে অনুমতি চেয়ে মেলেনি। ফলে ভাঙড়ে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) (ISF)।

ভাঙড়ের মিছিলে অনুমতি না মেলায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে আদালতে গিয়েছে নওশাদের পার্টি। এর আগে ৩০ জানুয়ারি ভাঙড়ে মিছিল করতে চেয়েছিল আইএসএফ। কিন্তু পুলিশ জানিয়ে দেয়, অশান্তি রুখতে বহু এলাকায় ১৪৪ ধারা রয়েছে। তাই মিছিলে অনুমতি দেওয়া সম্ভব নয়।

তাঁকে গ্রেফতার এবং হেফাজতে রাখা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন অনেকেই। তিনি বিধায়ক। কেউ কেউ বলেছেন কি শুভেন্দুকে এইভাবে আটকে দেখাক তো পুলিশ। তিনি তো কম আপত্তিকর কথা বলছেন না। সোমবার পুলিশের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নওশাদ সিদ্দিকী নিজে বলেছেন,’পার্থদা হলে এটা করতেন ?’ আসলে সোমবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর আদালতে তাঁকে নিয়ে যায় পুলিশ। প্রিজন ভ্যান থেকে নেমে তিনি জনগনের উদ্দেশে হাত নাড়ছিলেন। সেই সময় পুলিশ তাঁকে টেনে হিঁচড়ে আদালতের ভিতরে নিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতেই নওশাদ বলেন, ‘পার্থদা হলে আপনারা এটা করতে পারতেন ?’

লেদার কমপ্লেক্স থানার মামলায় সোমবার নওশাদকে আদালতে তোলা হয়েছিল। নতুন করে পাঁচ দিন তাঁকে হেফাজতে চেয়েছিল পুলিশ। কিন্তু আদালত জেল হেফাজতে পাঠিয়েছে। আগামী ২৭ তারিখ নওসাদকে এই মামলায় ফের বারুইপুর আদালতে পেশ করা হবে। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মিছিল মামলার শুনানি হতে পারে
বলে জানা গিয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest