BJP বিধায়কদের কর্মশালায় ঝাঁঝালো বিরোধিতার নির্দেশ, তাদের ‘ড্রেস কোড’ও বেঁধে দিলেন শুভেন্দু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রাজ্যে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের কর্মশালা অনুষ্ঠিত হল শনিবার। দলের হেস্টিংস কার্যালয়ে হাজির ছিলেন প্রথমবারের বিধায়করা। যাদের অনেকের জনপ্রতিনিধি হিসাবেও বিধানসভায় প্রথম প্রবেশ।

আরও পড়ুন :  প্রশিক্ষণ ছাড়াই টিকা দিয়ে বিতর্কে জড়ালেন আসানসোলের প্রাক্তন ডেপুটি মেয়র

এদিন হেস্টিংস দফতরে শিক্ষকের ভূমিকায় ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবনির্বাচিত বিধায়কদের যেন দম্ভ গ্রাস না করে সেব্যাপারে সতর্ক করেন তিনি। শুভেন্দুবাবু

বিধানসভার ভিতরে বাইরে আন্দোলনের ঝড় তুলে তৃণমূলকে ব্যতিব্যস্ত করে তোলার নির্দেশ দেন।

এদিন দিলীপবাবু বলেন, ‘এলাকায় ঘুরে বেড়ান। মানুষ যেন আপনাকে সব সময় পায়। সংগঠনকে সঙ্গে নিয়ে চলুন। বিধায়ক হয়ে ভাববেন না অনেক কিছু হয়ে গেছেন। দল আপনাকে বিধায়ক করেছে। মনে হল, আর একা একা কোনও জায়গায় চলে গেলেন, সেটা যেন না হয়। দলকে জানিয়ে চলুন। নিজের এলাকায় জনসম্পর্ক গড়ে তুলুন। আপনার মাধ্যমেই এলাকার মানুষ যেন বিজেপিকে আরও বেশি করে চেনে।’

শুভেন্দু অধিকারীর নির্দেশ, ‘ভ্যাকসিন কাণ্ড নিয়ে তীব্র আন্দোলন করতে হবে। যেন তৃণমূলের কান ঝালাপালা হয়ে যায়।’ সঙ্গে এদিন বিধানসভায় বিজেপি বিধায়কদের পোশাকবিধি বেঁধে দিয়েছেন শুভেন্দুবাবু। সাদা পায়জামা-পাঞ্জাবি বা শাড়ির সঙ্গে গেরুয়া উত্তরীয়। কপালে থাকতে হবে গেরুয়া টিকা।

শুক্রবার অধিবেশনের প্রথম দিনেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ‘ড্রেস কোড’ মেনে এসেছিলেন বিজেপি বিধায়করা ।

মুকুল রায়কে বাদ দিয়ে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৪। প্রথম দিনে হাজির ছিলেন ৭০ জন। তাঁদের প্রায় সকলের পরনেই ছিল এক ধরনের পোশাক। সাদা পাজামা, পাঞ্জাবির সঙ্গে গলায় গেরুয়া উত্তরীয়। আর কপালে গেরুয়া তিলক। মহিলা বিধায়কদের কপালেও ছিল গেরুয়া তিলক। এ ব্যাপারে পুরুষ মহিলা সবাই এক। আর একটা মিল ছিল পুরুষ ও মহিলা বিধায়কদের পোশাকে। সকলেরই গলায় ঝুলেছে গেরুয়া উত্তরীয়।

প্রধান বিরোধী দলের সব বিধায়কের পরনে একই রকম পোশাক দেখে স্বাভাবিকভাবে কৌতুহলী সংবাদমাধ্যমের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। জবাবে তিনি বলেছেন, ‘‘গেরুয়া মানে সনাতন ভারত এবং স্বামী বিবেকানন্দের প্রতীক।’’ কিন্তু বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, শুধু প্রথম দিনই নয়, এবার থেকে বিধায়কদের ‘ড্রেস কোড’ মেনেই অধিবেশনে যোগ দিতে হবে। এমনটাই নাকি নির্দেশ পরিষদীয় দলনেতা শুভেন্দুর।

আরও পড়ুন : Rafale: রাফাল-কাণ্ডে নয়া মোড়, দুর্নীতির খোঁজ পেতে নতুন করে তদন্তের নির্দেশ দিল ফ্রান্স

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest