Site icon The News Nest

‘এক ভাঁড় ১৫ লাখ’,মদন চা বিক্রি করলেন ভবানীপুরে !

madan mitra

রবিবার সকালে ভবানীপুরের রাস্তায় দেখা গেল অবাক কাণ্ড। দোকানে দাঁড়িয়ে চা বিক্রি করছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র! গায়ে কালো পাঞ্জাবী, মাথায় কালো টুপি। মাঝেমধ্যে দু’কলি গানও গাইলেন। বললেন, ওহ লাভলি!পেছনে তখন ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন অনুগামীরা। তাঁদের অনেকেই প্রধানমন্ত্রীর মুখের আদলে মুখোশ পরেছিলেন। তবে সেই চা খেতে গেলে ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হওয়ার জোগাড়। কারণ, এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। কিন্তু হঠাৎ কেন এমন আমূল পরিবর্তন ঘটল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর জীবনে?

আরও পড়ুন : ডিমের খোসার অনেক উপকারিতা আছে! এবার থেকে ভুলেও ফেলবেন না ডাস্টবিনে

জ্বালানি-সহ একাধিক পণ্যের মূল্যবৃদ্ধির (Price Hike) জেরে নাভিশ্বাস উঠেছে আমজনতার। আর এর জন্য কেন্দ্রকে দায়ী করছে তৃণমূল। সেই মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) খোঁচা দিলেন তৃণমূল বিধায়ক। এদিন মদন মিত্রের স্লোগান ছিল, “এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা।” তাঁর কথায়, “এমন চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন মোদিজি আমাদের খাওয়াচ্ছেন।” কিন্তু এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা কেন বললেন তৃণমূল বিধায়ক?

এদিন মদন মিত্রের গলায় স্লোগান ছিল, ‘এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা। এমন চা আমেরিকার রাষ্ট্রপতিও খাওয়াতে পারেননি। যা এখন নরেন্দ্র মোদী আমাদের খাওয়াচ্ছেন।’ কিন্তু এক কাপ চায়ের দাম ১৫ লক্ষ টাকা কেন?মদনের দাবি, ক্ষমতায় এলে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবেন বলে ২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী। পাশাপাশি, নিজের চা-বিক্রেতা ভাবমূর্তিকেও সেইসময় হাতিয়ার করেছিলেন তিনি। দুটো বিষয়কে আজ একসাথে তুলে ধরা হল এই প্রতিবাদের মাধ্যমে।

আরও পড়ুন : ‘মুরগি বা মটন নয়, বেশি করে গোমাংস খান,’ BJP মন্ত্রীর মন্তব্যে অস্বস্তিতে দল

Exit mobile version