ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে! শাহকে কটাক্ষ মমতার

মুখ্যমন্ত্রী ফের আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘‌আমি নিশ্চিত রাজ্যে ফের তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হবে।’‌
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তারা ক্ষমতায় এলে বাংলার জন্য কি করবেন। একটিবারের জন্যেও সে কথা বলছেন না বিজেপির কোনও নেতা। কি রাজ্যের কি ভিন রাজ্যের।সবাই কূকথা বলতে ওস্তাদ। রাজ্যে এসে রুটিন মাফিক বাংলার মুখ্যমন্ত্রীর নামে নানা কুকথা বলে গেলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এবার তাঁকে সরাসরি মাঠে চ্যালেঞ্জ করে পাল্টা কড়া বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, ‘‌রাজনীতিতে সৌজন্য কখনও একতরফা হয় না। সারাদিন আমাকে গালাগাল করছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এমন ভাষা মানায় না।’‌ মমতা বলেন, হয়ে যাক একটা খেলা, গণতান্ত্রিক খেলা, রাজনৈতিক খেলা, একদিকে আপনারা থাকবেন, কংগ্রেস–সিপিএমকেও সঙ্গে দিয়ে দিলাম। আমি কিন্তু গোলরক্ষক। দেখি ক’টা গোল দিতে পারেন? আর কে জেতে?’‌ স্বরাষ্ট্রমন্ত্রী যতই বলুক রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, এদিন মুখ্যমন্ত্রী ফের আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘‌আমি নিশ্চিত রাজ্যে ফের তৃণমূল কংগ্রেস সরকার গঠিত হবে।’‌

আরও পড়ুন: টিকার পরেই CAA, ভোটের আগে ঠাকুরনগরে মতুয়া মন জয়ের চেষ্টা অমিত শাহের

অমিত শাহ ‘কদর্য’ এবং ‘দৈত্যপরায়ণ’। আখ্যা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী বলেন, ‘‘আজকেও তিনি এসেছেন। আমাদের এখানে আসুন। সবাইকে আমরা স্বাগত জানাই। কিন্তু তিনি এসে যে কথাগুলো বলে গেলেন…তাঁদের শারীরিক ভঙ্গি, ভাষার কদর্যতা এবং দৈত্যপরায়ণ মনোভাব, দুরন্ত ক্ষমতার অপব্যবহার করে যেন ধমক দিতে এসেছেন!’’

কোচবিহারের সভায় অমিত বলেছিলেন, ‘‘ভোট শেষ হতে না হতেই মমতাদিদিও ‘জয় শ্রীরাম’ বলা শুরু করবেন।’’ যার পাল্টা মমতা বলেন, ‘‘দিদি গলা কেটে দেবে! তা-ও আপনাদের কাছে আত্মসমর্পণ করবে না।’’ অমিতের রাজনৈতিক আক্রমণে ‘পিসি-ভাইপো’রও উল্লেখ ছিল। তারও জবাব দিয়েছেন মমতা।

সেই জবাব দিতে গিয়ে টেনে এনেছেন অমিত-তনয় জয় শাহের কথা। ঘটনাচক্রে, যিনি বিসিসিআইয়ের সচিব এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন। মমতার কথায়, ‘‘খালি বুয়া-ভাতিজা? আপনার ছেলে কী করে? কী করে এত টাকা এল তার কাছে!’’

স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আজকেও বলেছে, আমরা নাকি দুর্নীতিগ্রস্ত! চোরের মায়ের বড় গলা। চালুনি করে সূঁচের বিচার। বক্তৃতা শুনে মনে হচ্ছিল ফুচকা খাওয়ার ক্ষমতা নেই, ফুলকো লুচি খাবে। বাংলা বাংলা, সারাদিন গালিগালাজ করছে। হোক না গণতান্ত্রিকভাবে নির্বাচন। ভয় দেখাচ্ছেন কেন? কী ভাবছেন দিদি বাধ্য হবে?

আরও পড়ুন: চুরি গিয়েছিল হিটলারের টয়লেট সিট, শেষ পর্যন্ত কত টাকায় নিলাম হল জানলে চমকে যাবেন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest