Mamata Banerjee instructed CP of Kolkata Police to incorporate Bhangar in Kolkata Police area

Mamata Banerjee: এবার কলকাতা পুলিশের আওতায় ভাঙড়, নতুন ডিভিশন গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুর বডিগার্ড লাইনে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ভাঙড়ে কলকাতা পুলিশের আলাদা ডিভিশন করার জন্য কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নির্দেশ দেন তিনি। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মহলের একাংশ মনে করছেন, ভাঙড়ের ধারাবাহিক অশান্তিতে লাগাম পরাতেই এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

পঞ্চায়েত ভোটের সময় থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত থেকেছে ভাঙড়। বার বার তৃণমূল এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর সংঘর্ষ হয়েছে সেখানে। এমনকি পুলিশকে লক্ষ্য করেও হামলা চালানোর অভিযোগ উঠেছে একাধিকবার। প্রাণহানির ঘটনাও ঘটেছে। ক্রমাগত অশান্তির ঘটনায় ভাঙড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার রাতেও অশান্ত হয়ে ওঠে ভাঙড়।

পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের হিংসার অভিযোগ নিয়ে ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে মুখ খোলেন মমতা। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘৭০ হাজার বুথের মধ্যে তিনটি জায়গায় গণ্ডগোল হয়েছে। সব বুথে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ছিল। তারমধ্যে ভাঙড়ে হাঙড়রা গণ্ডগোল করেছে।’ মমতার এই মন্তব্যরে তীব্র প্রতিবাদ করে পালটা সুর চড়ান ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বলেন, ‘ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করব, আপনারা কী হাঙড়? এই কথা বলার ভাঙড়বাসীর অপমান। ভাঙড়বাসীর অপমান করলে তো আমরা তা মেনে নিতে পারি না।’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest