Site icon The News Nest

Mamata Banerjee: ‘যাদবপুরের ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে মার্কসবাদীরা, ওটা এখন আতঙ্কপুর!’ বেহালায় বললেন মমতা

DIDI 1

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় বামেদের দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় ‘মার্কসবাদী’রা জড়িত বলেই দাবি তাঁর। বেহালায় ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ কর্মসূচির মঞ্চ থেকে নদিয়ার বগুলার বাসিন্দা ওই ছাত্রের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

যাদবপুরের ঘটনায় এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন মমতা। ঘটনাচক্রে, সোমবার দুপুরে ধনধান্য প্রেক্ষাগৃহে কন্যাশ্রী দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। তবে সেই সভা থেকে এ প্রসঙ্গে কোনও কথাই বলেননি। পরে সন্ধ্যায় তিনি বেহালার ম্যান্টনে দলীয় একটি কর্মসূচিতে অংশ নেন। সেখানে মমতা বলেন, ‘‘যারা ছেলেটাকে উপর থেকে ছুড়ে ফেলে দিয়েছে, তারা সব মার্ক্সবাদী। এরা কখনও বিজেপি, কখনও কংগ্রেস।’’ তৃণমূলনেত্রী আরও বলেন, ‘‘ওখানে কিছু আগমার্কা সিপিএম আছে। তারা ছেলেটার জামাকাপড় পর্যন্ত খুলে নিয়েছিল।’’

মুখ্যমন্ত্রী যাদবপুরকে ‘আতঙ্কপুর’ বলেও কটাক্ষ করেছেন সোমবার। তাঁর কথায়, ‘‘যাদবপুরের ওই ছেলেটির হাতে একটা মাদুলি ছিল। ওরা বলেছিল সেটা খুলতে হবে। যেন জমিজারি। ওটা যেন ওদের রেড ফোর্ট!’’ এর পরেই যাদবপুরকে ‘আতঙ্কপুর’ বলে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘‘ওখানে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। র‌্যাগিং করে। যাদবপুর এখন আতঙ্কপুর। অনেক জায়গায় গেলেও, যাদবপুরে আমি যেতে চাই না।’’

গত ৯ আগস্ট রাতে মৃত্যু হয় ছাত্রটির। তারপরই ফোনে সদ্য সন্তানহারা বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নিহত ছাত্রের বাবার সঙ্গে কথোপকথনের একাংশ উল্লেখ করে মমতা বলেন, “ছাত্রের বাবা বলেন, দিদি জানেন ও খুব কাঁদত। বলত আমার উপর অত্যাচার হচ্ছে। আমি কাল যাব ঠিক করেছিলাম। বগুলা থেকে কলকাতা। বুঝতে পারিনি ওরা অত্যাচার করে আমার ছেলেকে ছাদ থেকে ফেলে দেবে।”

আরও পড়ুন: Md Salim: অভিষেককে কটাক্ষ করে ‘পতিতা’ শব্দ লিখে সমালোচনার মুখে সেলিম, পালটা কুণালের

ছাত্রমৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করে মমতা বলেন, “আমি দুঃখিত, স্তম্ভিত। আমি সব জায়গায় গেলেও যাদবপুরে যাই না। ওরা পড়াশোনায় ভাল হতে পারে। কিন্তু শুধু পড়াশোনায় ভাল হলে হয় না। সবাই খারাপ না। পড়ুয়ারা ভাল। কিন্তু কয়েকটা আগমার্কা সিপিএম আছে। তারা মনে করে নতুন ছেলেমেয়েরা গ্রামবাংলা থেকে আসলেই অত্যাচার করা অধিকার। জামাকাপড় খুলে নিচ্ছে। আজও লজ্জা নেই।”

এমনিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় বাম রাজনীতির ‘গড়’। সেটা বহুলাংশেই দলহীন এবং স্বাধীন বামপন্থা। আবার কিছু বিভাগে সিপিএমের ছাত্র সংগঠনেরও জোর রয়েছে। রাজনীতির বৃত্তে ঘোরাফেরা করাদের একটা অংশের মতে, মমতা সোমবার বামপন্থীদের কাঠগড়ায় তুলতে চেয়েছেন সে কারণেই। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শুরু জোর চর্চা।

আরও পড়ুন: Mamata Banerjee: কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানে ‘জয় ইন্ডিয়া’ স্লোগান, ‘বাংলাকে ধমকানি, চমকানি নয়’, হুঙ্কার মমতার

Exit mobile version