‘অপ্রত্যাশিত সমস্যা’, শেষ মুহূর্তে স্থগিত অক্সফোর্ড ইউনিয়নে মুখ্যমন্ত্রীর বিতর্কসভা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শেষ মুহূর্তে বাতিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ডের বিতর্কসভার অনুষ্ঠান। এমনটাই টুইট করে জানাল রাজ্য স্বরাষ্ট্র দফতর। এদিন স্বরাষ্ট্র দফতর থেকে টুইট করে জানানো হয়, আজ বিকেল ৫টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অক্সফোর্ড ইউনিয়নে বিতর্কসভায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের আয়োজকদের তরফে অনিবার্য কারণ দেখিয়ে, আজকে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে।

বুধবার দুপুর দুটো নাগাদ পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দফতরের তরফে টুইটারে বলা হয়, ‘আজ বিকেলে অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটিতে (অক্সফোর্ড ইউনিয়নের বিতর্কসভা) ভাষণ দেওয়ার কথা ছিল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আচমকাই শেষ মুহূর্তে আয়োজকরা সেই অনুষ্ঠান স্থগিত রাখার এবং নয়া সময় সেই অনুষ্ঠান করার আর্জি জানান।’

আরও পড়ুন: এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, বাড়ল পেট্রোল–ডিজেলের দামও

রাজ্যের তরফে জানানো হয়েছে, তবে ঠিক কী কারণে ভাষণের কিছুক্ষণ আগে অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। স্বরাষ্ট্র দফতরের তরফে বলা হয়েছে, ‘কিছুক্ষণ আগে কিছু অপ্রত্যাশিত সমস্যার কারণ দর্শিয়ে আয়োজকদের তরফ থেকে ফোনে সেই অনুরোধ করা হয়েছে। অক্সফোর্ড ইউনিয়নে যে অনুষ্ঠান ছিল, আজ তা বাতিল হয়ে গিয়েছে।’

বুধবার দুপুর আড়াইটে নাগাদ থেকে সেই অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। বিকেল পাঁচটা নাগাদ নবান্ন থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেওয়ার কথা ছিল মমতার। উনিশ শতকে বিতর্কসভা হিসেবে যে অক্সফোর্ড ইউনিয়ন তৈরি হওয়ার পর অ্যালবার্ট আইনস্টাইন, মাদার টেরেসা, স্টিফেন হকিং, দলাই লামার মতো বিখ্যাত মানুষরা ভাষণ দিয়েছিলেন। রাজ্য সরকারের এক আধিকারিক বলেছিলেন, ‘চলতি বছর জুলাইয়ে উনি (মমতা) আমন্ত্রণপত্র পেয়েছিলেন এবং তা গ্রহণ করেন। রাজ্য সরকারের কয়েকটি প্রকল্প তুলে ধরবেন মুখ্যমন্ত্রী।’

আরও পড়ুন: শাসক দলের আইটি সেলের প্রধান অমিত মালব্যের পোস্টে ‘ভুয়ো’ তকমা সেঁটে দিল টুইটার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest