Mamata Banerjee went to Raj Bhawan

Mamata Banerjee: ধনখড় জমানার তিক্ততা অতীত, নতুন রাজ্যপালকে ‘ভাল, ভদ্র’ বললেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলায় নতুন রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোস দায়িত্বভার গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সঙ্গে তাঁর সম্পর্ক যে প্রাক্তন রাজ্যপালের মতো বরফশীতল হচ্ছে না, সেই ইঙ্গিত মিলেছিল। রাজ্যপালকেও দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) প্রতি বেশ শ্রদ্ধাশীল। সেই উষ্ণতা ছড়িয়ে পড়েছিল গত সপ্তাহে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে। রাজ্যপাল এত বড় অনুষ্ঠানের কৃতিত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকেই। আর বৃহস্পতিবার রাজভবনে গিয়ে রাজ্যপালের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। বাজেট অধিবেশনের শুরুর দিন সেখানে রাজ্যপাল হিসাবে প্রথম ভাষণ দেবেন আনন্দ। মন্ত্রিসভার বৈঠকে বুধবারই বিষয়টি ঠিক হয়। এর পর বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টা নাগাদ মমতা রাজভবনে যান। সেখান থেকে বেরোন সওয়া ৫টা নাগাদ। প্রায় আধ ঘণ্টা তিনি সেখানে ছিলেন। রাজভবন থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘রাজ্যপাল খুবই ভাল। ভদ্র মানুষ। খুবই সুন্দর ব্যবহার করেছেন। আমি মেরি ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার জানাতে এসেছিলাম। এটা আমাদের সৌজন্য। রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক এতই ভাল যে, আর কোনও সমস্যা হবে না। আলোচনা করে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি সহযোগিতা করছেন। এর জন্য আমরা কৃতজ্ঞ।’’

এই সাক্ষাৎকারকে প্রোটোকল বলছেন বিশেষজ্ঞরা। নিয়ম অনুযায়ী শপথ নেওয়ার পর রাজ্যপালের সঙ্গে রাজভবনে সাক্ষাৎ করতে যেতে হয় মুখ্যমন্ত্রী। সেই প্রোটোকল মেনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহস্পতিবার রাজভবনে আসা। তবে নতুন রাজ্যপালের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটাও রাজ্য সরকারের পক্ষে জরুরি। প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের সময় থেকে একাধিক বিল আটকে রয়েছে রাজভবনে। সেগুলি সিভি আনন্দ বোস যাতে এবার দ্রুত ছেড়ে দেন তার চেষ্টা করবে রাজ্য।

প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) সঙ্গে নবান্নের মূল সংঘাতের বিষয় ছিল সমন্বয়ের অভাব। রাজ্য প্রশাসনের কাজে সাহায্য না করে ধনকড় রাজ্যের শাসকদলের খুঁত খুঁজে বের করতে বেশি আগ্রহী ছিলেন বলে অভিযোগ ছিল। কার্যক্রমের প্রায় পুরো সময়টাই রাজ্য-রাজ্যপালের সংঘাত জিইয়ে ছিল। কিন্তু সেই শৈত্য এবার ঘুচতে বসেছে। সিভি আনন্দ বোসের তরফে পূর্ণ সহযোগিতা মিলছে বলেই জানালেন মুখ্যমন্ত্রীই।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest