Site icon The News Nest

মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা, দুুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়ল ৪৮.০৮ শতাংশ

Mamata Banerjee 8

মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকাল ৩টে ১৫ মিনিট নাগাদ মিত্র ইনস্টিটিউশনে যান মমতা। সেখানে ভোট দিয়ে মিনিট তিনেকের মধ্যে বেরিয়ে যান তিনি। মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিট থেকে বেরিয়ে সোজা ভোটকেন্দ্রে পৌঁছন তিনি। পথে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলেন। মাত্র চার মিনিট ভোটকেন্দ্রে ছিলেন মমতা।

দুপুর ৩ টে ১৫ নাগাদ ভোট দিতে ঢোকেন মুখ্যমন্ত্রী। বেরিয়ে আসেন ৫ মিনিটের মধ্যেই। তবে ভোট দেওয়ার আগে বা পরে কোনও মন্তব্য করেননি তিনি। অন্যদিকে, ঘড়ির কাঁটা দুপুর ৩ টে বাজা পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েনি তিন বিধানসভা কেন্দ্রে। শেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর ৩ টে পর্যন্ত ভবানীপুরে ভোট পড়েছে ৪৮.০৮ শতাংশ। সামশেরগঞ্জে ৭২.৪৫ ও জঙ্গিপুরে ৬৮. ১৭ শতাংশ ভোটদান হয়েছে।

পরিবারের সকলকে নিয়ে বৃহস্পতিবার দুপুর ২টোর পর ভোট দিতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম। চেতলা গার্লস স্কুলে ভোট দিয়েছেন তিনি।

এদিন বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের বিরুদ্ধে অভিযোগ কমিশনে অভিযোগ করেছে তৃণমূল। শাসকদলের অভিযোগ, ‘২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন প্রার্থী । তার জেরে বাড়ছে যানজট এবং বুথে গিয়ে ভোট প্রক্রিয়া শ্লথ করার চেষ্টা করছেন। কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে ভোটারদের বিরক্ত করছেন।’

ভোটের সকালে ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের ভোটের আর্জি নিয়ে টুইট ঘিরে বিতর্ক তৈরি হয়। তা নিয়েই মুখ খুললেন সুব্রত মুখোপাধ্যায়। তাঁর দাবি, এ কাজ তিনি করেননি। অন্য কারও কাজ এটা। সুব্রতবাবু বলেন, “আমি টুইট করতে জানিই না। কারা করেছে এসব আমার জানা নেই। পুলিশকে গিয়ে আমার মোবাইল ফোনটা দিয়ে দিচ্ছি। অভিযোগও জানাব। ওরাই খুঁজে বের করবে কে এমন ভুয়ো টুইট করেছে আমার নামে।”

 

Exit mobile version