Mamata indirectly attacks bjp over its durga puja jibe

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, তাঁদের মুখে চুনকালি’, বিজেপিকে কটাক্ষ মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিধানসভা ভোটের আগে বাংলার দুর্গাপুজো নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। দাবি করেছিলেন বাংলায় দুর্গাপুজোই হয় না। বাংলার তথা কলকাতার সেই দুর্গাপুজো পেয়েছে হেরিটেজ তকমা। সেই নিয়েই নির্বাচনী প্রচার সভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন, “যাঁরা বলত মমতা দিদি দুর্গাপুজো করতে দেয় না, তাঁদের মুখে চুনকালি।”

বুধবার ইউনেসকোর ঘোষণার পরেই ট্যুইট করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহ এবং বিজেপি নেতাদের জন্য দু’মিনিট নীরবতা পালন করতে বলেছিলেন তিনি। কলকাতা পুরভোটের প্রচারে বৃহস্পতিবার বাঘাযতীনে সভা করেন তিনি। সেই সভা থেকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ ছুড়ে দেন বিজেপির দিকে। বলেন, ‘‘গতকাল যা পেয়েছি, তাতে আমার হৃদয় ভরে গিয়েছে। যখন খবর পেয়েছি, গায়ে কাঁটা দিচ্ছিল। মাথা থেকে বার করেছিলাম পুজো কার্নিভাল। তখন কেউ কেউ বলেছিল মমতাজি তো দুর্গাপুজো করতে দেন না। আজ ওঁদের মুখে চুনকালি।’’

আরও পড়ুন: KMC Election 2021: ‘কলকাতা জিতবে, জিতবে বিজেপি’ স্লোগান উঠলেও ১‌৪৪টি আসনে টার্গেট মাত্র ১০!

১৩-১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে আয়োজিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ষষ্ঠদশ অধিবেশন। সেই অধিবেশনেই ‘কলকাতার দুর্গাপুজো’-কে ইউনেস্কো-র ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’-র তালিকায় স্থান দেওয়া হয়েছে। ঘটনাচক্রে, স্বীকৃতি পাওয়ার খবর টুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এ দিন মমতা বলেন, ‘‘এই কথা বলার সময় আমার গায়ে কাঁটা দিচ্ছে, নিশ্চয় আপনাদেরও দিচ্ছে। আমি এমনি এমনি ক্লাবগুলোকে টাকা দিই না। আমি ২০১৬ থেকে চেষ্টা করে যাচ্ছিলাম, এর জন্যই কার্নিভালটা মাথা থেকে বের করি। আমি  গর্বিত, বিকশিত, সঞ্জীবিত। এর চেয়ে বেশি কিছু বলার নেই। বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে। এর চেয়ে বড় সম্মান আর কিছু নেই। ইউনেস্কোকে ধন্যবাদ। বাংলার দুর্গাপুজো আজ গোটা বিশ্বে বন্দিত। আমাদের বর্ণময়, ছন্দময় দুর্গাপুজো আজ বিশ্বের উৎসব। আজ বাংলা বিশ্ববাংলা হয়ে গিয়েছে। বাংলাকে বিশ্বসেরা করেই ছাড়ব।’’

এদিকে,  কলকাতা পুরভোটের আগে হাত মাত্র একদিন। শুক্রবার বিকেল ৫টের পর বিধি মেনে ভোট প্রচারে নিষেধাজ্ঞা। তাই শেষবেলায় দলীয় প্রার্থীদের হয়ে দক্ষিণ থেকে উত্তর কলকাতায় প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়বাজারে রোড শো করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিন দক্ষিণ কলকাতার বাঘাযতীন এবং দক্ষিণ শহরতলির বেহালা চৌরাস্তায় জনসভা করেন তিনি। প্রথম জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘কলকাতা পুরসভায় যা কাজ হয়েছে, গোটা ভারতে হয়নি। বাংলার কারও সার্টিফিকেট দরকার নেই। বাংলা জানে কীভাবে কাজ করতে হয়।  কেন্দ্র জলকর বসাতে চাপ দিয়েছিল। দেশের প্রায় সব রাজ্যে জলকর নেওয়া হয়। কিন্তু বাংলা কারও উপর জলকর বসাবে না।  ২০২৪-এর মধ্যে প্রত্যেক বাড়িতে নলবাহিত জল পৌঁছে দেওয়া হবে।‘

আরও পড়ুন: KMC Election 2021: কয়েক কোটির সম্পত্তির মালিক মমতার ভ্রাতৃবধূ! দায়ের হল মামলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest