Mamata started campaigning in Bhabanipur today

‘ভবানীপুর নিজের মেয়েকেই চাই’ ,আজ ভবানীপুরে প্রচার শুরু মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘ভবানীপুর নিজের মেয়েকেই চাই’ এবং ‘খেলা হবে’ ব্যানারে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রচারের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

নিজের কেন্দ্রে আজ বুধবার প্রচার শুরু করছেন ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ বিকেলে দক্ষিণ কলকাতার অহীন্দ্র মঞ্চে মুখ্যমন্ত্রী একটি কর্মীসভা করবেন। সেখানে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী, দলের ওয়ার্ড কো-অর্ডিনেটর, ব্লক সভাপতি তাছাড়াও দলের শীর্ষ নেতৃত্ব থাকবেন। নেতৃত্ব বার্তা দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার থেকেই শুরু হয়ে যাবে জয় উদযাপন। কর্মী সভা ছাড়াও তৃণমূল নেত্রী কয়েকটি ছোট মাপের জনসভা করতে পারেন।

দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ভবানীপুরের পার্টি নেতৃত্বকে বারেবারেই বলেছেন প্রতিটি পদক্ষেপেই কঠোরভাবে মানতে হবে করোনা বিধি।ইতিমধ্যে ভবানীপুরে মমতার জন্য দেওয়াল লেখার কাজ প্রায় সম্পূর্ণ। সেখানে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন দলের মন্ত্রী তথা গত বিধানসভার প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দেওয়ালও লেখেন।মঙ্গলবারই কংগ্রেস হাইকমান্ড ঘোষণা করেছে তারা ভবানীপুরে মমতা বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দেবে না। তবে সিপিএম ও বিজেপি প্রার্থী দেবে। ফলে লড়াই হতে চলেছে অনেকটা একপেশে। মমতা কত ভোটের মার্জিনে জিতবেন সেটাই এখন দেখার।

তৃণমূল সূত্রে খবর, আজ বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চে কর্মিসভার মধ্যে দিয়ে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘ভবানীপুর নিজের মেয়েকেই চাই’ এবং ‘খেলা হবে’ ব্যানারে কার্যত মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রচারের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিতীয়বার ইডির তলব করল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে

সূত্র মারফৎ এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, ৬৩ নম্বর ওয়ার্ডের দায়িত্বে থাকছেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। ৭৪, ৭৭ ও ৮২ নম্বর ওয়ার্ডের প্রচার সামলাবেন ফিরহাদ হাকিম। ৭০ নম্বর ওয়ার্ডের প্রচারে নেতৃত্ব দেবেন দেবাশিস কুমার এবং ৭৩ নম্বর ওয়ার্ডটি দেখবেন তৃণমূলনেত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়।

এদিকে তৃণমূল জোরকদমে প্রচার শুরু করলেও এখনও প্রার্থীই ঘোষণা করেনি বিজেপি (BJP)। সেক্ষেত্রে আজ প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে এই কেন্দ্রে কংগ্রেস (Congress) প্রার্থী দেবে না বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। কংগ্রেস প্রার্থী না দেওয়ায় ওই কেন্দ্রে প্রার্থী দিতে পারে বামেরা (Left Front)। এখন দেখার শেষ পর্যন্ত মমতার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামছেন কারা।

আরও পড়ুন: হাই কোর্টে মোক্ষম ধাক্কা বিশ্বভারতীর, সাসপেন্ড হওয়া ৩ পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest