Mamata's message of communal harmony came out in the campaign

WB By-Election: ভবানীপুরে হিন্দিভাষীদের সঙ্গে জনসংযোগ, মন্দিরে পুজো দিয়ে প্রসাদ বিলি মমতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভোটের প্রচারে বেরিয়ে ফের একবার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ আগামী 30 সেপ্টেম্বর রাজ্যে উপনির্বাচন ৷ ভোট হবে দক্ষিণ কলকাতার ভবানীপুর (Bhabanipore) বিধানসভা কেন্দ্রে ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা স্বয়ং ৷ ইতিমধ্যেই জোরকদমে ভোটের প্রচার শুরু করেছেন তিনি ৷ বৃহস্পতিবারও প্রচারে বের হন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ স্থানীয় একটি মন্দিরে গিয়ে কথা বলেন সেখানকার পুরোহিত ও কর্মকর্তাদের সঙ্গে ৷ ভোটের প্রচারে বেরিয়ে ফের একবার বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা ৷ তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে বিভেদের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে গেরুয়াশিবির ৷

এদিন ভবানীপুরের লেডিস পার্ক এলাকায় যান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সরাসরি কথা বলেন স্থানীয় ভোটারদের সঙ্গে ৷ সেই সময়েই মমতা বলেন, ‘‘বিজেপি আমাদের রাজ্যে বিভেদের রাজনীতি করছে ৷ কিন্তু বাংলা সব ধর্ম, সব বর্ণের মানুষের জন্য ৷ এখানে সমস্ত সম্প্রদায় মিলেমিশে একসঙ্গে থাকে ৷’’ আর সাম্প্রদায়িক সম্প্রীতির এই ইস্যুকে সামনে রেখেই বিজেপির সমালোচনায় সরব হন মমতা ৷ তিনি বলেন, ‘‘ওরা (বিজেপি) নন্দীগ্রামকে পাকিস্তান বলেছিল ৷ এখন বলছে ভবানীপুরও পাকিস্তান হবে ৷’’ মমতার বার্তা, এমন মন্তব্য করে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিজেপি ৷

আরও পড়ুন: Kishore Datta Resigned: পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

এর পাল্টা হিসাবে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর বক্তব্য, ‘‘আমি মন্দিরে যাই ৷ মসজিদে যাই ৷ গুরুদ্বারেও যাই ৷ আমি সব ধর্মকে সম্মান করি ৷ আমি চাই, এখানে সব ধর্মের মানুষই স্বাধীনভাবে তাঁদের ধর্মীয় আচার-আচরণ পালন করুন ৷ বিজেপি এই নিয়েই রাজনীতি করছে ৷’’ উল্লেখ্য, ক’দিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ভবানীপুরে দাঁড়িয়ে বলেছিলেন, তৃণমূল কংগ্রেস ভবানীপুরকে খিদিরপুরের মতো করে তৈরি করতে চায় ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এদিন নাম না করে দিলীপেরই সমালোচনা করেন মমতা ৷

স্পষ্ট ভাষায় মমতা বলেন, ‘‘যে কায়দায় বিজেপি রাজনীতি করছে, তা আমার পছন্দ নয় ৷ বাংলায় বিভাজনের কোনও জায়গা নেই ৷ এখানে আমরা সবাইকে নিয়েই চলি ৷ সব ধর্মকে সম্মান করি ৷ হিন্দুস্তান আরও ভাল হিন্দুস্তান হবে ৷ হিন্দুস্তান কখনওই পাকিস্তান হবে না ৷ আগামীতে দেশকে দিশা দেখাবে বাংলা ৷’’ প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই জাতীয়স্তরে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ বাংলার বাইরে অন্যান্য রাজ্যের রাজনীতিতেও প্রাসঙ্গিক হয়ে উঠতে চাইছেন তিনি ৷ তাঁর পরের লক্ষ্য যে দিল্লি, সেকথাও বহুবার স্পষ্ট করে দিয়েছেন মমতা ৷ আর সেই কারণেই উপনির্বাচনের প্রচারেও বাংলার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: অভিষেক কথা দিয়েছেন, আশা করি পেনশন সমস্যা মিটবে’,বললেন বুদ্ধদেব শ্যালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest