সাধুর বেশে সিংহের খাঁচায় ব্যক্তি, গুরুতর জখম, ভর্তি এসএসকেএম হাসপাতালে

সিংহের খাঁচায় ঢুকে পড়লেন গৌতম গুছাইত নামে এক ব্যক্তি। তাঁকে ঘাড় ধরে টেনে নিয়ে যেতে দেখা গেল সিংহকে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একেই বলে সেধে বিপদ ডেকে আনা। শুক্রবার সকালে ভয়ঙ্কর কাণ্ড ঘটল আলিপুর চিড়িয়াখানায়। একেবারে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন গৌতম গুছাইত নামে এক ব্যক্তি। তাঁকে ঘাড় ধরে টেনে নিয়ে যেতে দেখা গেল সিংহকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের বাসিন্দা ওই ব্যক্তির একাধিক অঙ্গে সিংহ আঁচড়ে দেওয়ার পর কোনওমতে চিড়িয়াখানার কর্মীরা বার করে আনলেন তাঁকে।

গুরুতর আহত অবস্থায় আপাতত এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, জরুরী বিভাগে ভর্তি রয়েছেন তিনি। তাঁর ডান পা ও ডান কাঁধে আঘাত রয়েছে। কোমরেও চোট রয়েছে। এর আগেও চিড়িয়াখানার বাঘ শিবার খাঁচায় মালা হাতে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। পরে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন:পুলিশের চাকরি ছেড়ে অ্যাডাল্ট স্টার! ব্রিটিশ যুবতীর আয় শুনলে চোখ কপালে উঠবে আপনার

চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে খবর মিলেছে, শুক্রবার সকালে একজন ভবঘুরে চিড়িয়াখানায় ঢুকে পড়েন। তাঁকে একাধিকবার বারণ করা সত্ত্বেও চিড়িয়াখানার বিভিন্ন অংশে তিনি ঘুরে বেড়াতে থাকেন। শেষে এসে পড়েন একেবারে সিংহের খাঁচার সামনে। সেখানে পাঁচিলে উঠে তিনি সিংহের এনক্লোজারে ঝাঁপ দেন। ওই এনক্লোজারে সিংহ ছাড়াই থাকে।

কেউ কিছু বোঝার আগেই সিংহটি ওই ব্যক্তিকে থাবা বসিয়ে দেয়। কাছেই ছিলেন সিংহের পালক। তাঁর নজর এড়িয়েই ওই ব্যক্তিকে ভিতরের দিকে টেনে নিয়ে যেতে দেখা যায় সিংহটি। তখনই ওই পালক কোনওমতে এগিয়ে এসে ব্যক্তিকে রক্ষা করেন। আপাতত তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন: পদ খোয়াতে হলেও কৃষক বিক্ষোভকে সমর্থন করব, বিস্ফোরক মেঘালয়ের রাজ্যপাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest