Massive crowd turns up at Kolkata's Park Street on Christmas Day

বড়দিনে রাতভর ‘জনপ্লাবন’ পার্কস্ট্রিটে, ভাইরাল ভিড়ের ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বড়দিনের (Christmas) রাতে ভিড়ে ভাসল পার্ক স্ট্রিট। করোনা (Coronavirus) সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ উড়িয়ে পথে নামলেন হাজার হাজার মানুষ।

সতর্কতার ছিটেফোঁটাও নজরে পড়েনি ২৫ ডিসেম্বরের রাতে। রাজ্যজুড়ে ফেস্টিভ মুড। পার্ক স্ট্রিট (Park Street), বো ব্যারাক থেকে লেকটাউন- সর্বত্রই বিপুল জনস্রোত। বড়দিনের (Christmas) আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। এরপর সামনের সপ্তাহেই বর্ষশেষ ও বর্ষবরণের সেলিব্রেশন। হই-হুল্লোড়ের মাঝে দেখা গেল কোভিড বিধি লঙ্ঘনের চেনা ছবি। কেউ অবলীলায় ঘুরছেন মাস্ক (Mask) ছাড়া। কোথাও ঘুচে গিয়েছে সোশাল ডিসট্যান্সিং (Social Distancing)। ভিড়ের চাপে কার্যত নাভিশ্বাস উঠেছে পার্ক স্ট্রিটের।

আরও পড়ুন: KMC Election Results 2021: রেকর্ড মার্জিন! দলের প্রত্যাশা পূরণ করলেন অস্ট্রেলিয়ায় ম্যানেজমেন্ট পড়া জাভেদ-পুত্র

রাজ্যে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। দৈনিক করোনা সংক্রমণও উদ্বেগজনক।।বড়দিনের রাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিকাকরণ সংক্রান্ত বড় ঘোষণা করেছেন। ওমিক্রন আতঙ্কের মধ্যে বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটের সেই ‘ভয়াবহ’ দৃশ্য দেখে আঁতকে উঠলেন বিশেষজ্ঞরা। সেইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিড়ের সেই ছবি। যা দেখে নেটিজেনদের একাংশ বললেন, ‘বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটে পদপিষ্ট হল ওমিক্রন।’

এমনিতে বড়দিন এবং নববর্ষ উপলক্ষ্যে গত শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গে রাত্রিকালীন বিধিনিষেধ শিথিল হয়েছে। সেই পরিস্থিতিতে বড়দিনের সন্ধ্যায় জনসমুদ্রে পরিণত হয় পার্ক স্ট্রিট। যে দৃশ্য দেখে মনেই হচ্ছিল না যে মাসছয়েক আগেও লকডাউন ছিল পশ্চিমবঙ্গে। স্বভাবতই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
তারইমধ্যে যাঁরা সেই ভিড়ের ছবি শেয়ার করছেন, তাঁদের নিয়েও কটাক্ষ করেছেন অনেকে। তেমনই এক নেটিজন বলেন, ‘পার্ক স্ট্রিট থেকে সবেমাত্র বাড়ি ফিরে পার্ক স্ট্রিটের ছবি শেয়ার করে মানুষ গালাগালি দিচ্ছ?’ একইসুরে অপর এক নেটিজেন বলেছেন, ‘ফেসবুকের প্রায় সব মানুষ পার্ক স্ট্রিটের ভিড়ের ছবি শেয়ার করছেন দেখছি, আর বলছেন, কারা এরা, কারা গিয়েছিলেন ভিড়ে? কিন্তু আমার প্রশ্ন হল, সবাই শেয়ার করে যখন বলছেন যে আমরা যাইনি। তাহলে পার্ক স্ট্রিটে গিয়েছিলেন কে? কাদের ভিড় তাহলে ওটা?’
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest