Site icon The News Nest

কলকাতায় শুরু হল মেট্রো রেল চলাচল !

metro2 koHH

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (নিট) পরীক্ষার্থীদের জন্য মেট্রো চলছে। আগামিকাল (সোমবার) থেকে মেট্রো পরিষেবা পুরো চালু হওয়ার আগে আজ (রবিবার) নিট পরীক্ষার্থীদের মতো পরীক্ষায় বসছে মেট্রো কর্তৃপক্ষও। (ছবি সৌজন্য, ফেসবুক কলকাতা মেট্রো)

নিউ নর্মাল’ মেনে আবার কলকাতায় শুরু হল মেট্রো পরিষেবা। স্টেশনে ঢোকার মুখে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। আজ সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিক থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো ছাড়বে। নিটের দিন মেট্রো সচল হওয়ায় স্বস্তিতে পড়ুয়ারাও। এক পরীক্ষার্থী বলেন, ‘মেট্রো চালু হওয়ায় আমাদের খুব সুবিধা হয়েছে।’

আরও পড়ুন : প্রতিহিংসার রাজনীতি!‌ ‌দিল্লি হিংসার ঘটনায় চার্জশিটে নাম যোগেন্দ্র যাদব, ইয়েচুরি সহ ৫ বিশিষ্ট ব্যাক্তির

শুধু স্মার্ট কার্ড থাকলেই মেট্রোয় চাপা যাবা না। তার জন্য আগে থেকে বুক করতে হবে সিট। অর্থাৎ স্মার্ট কার্ড না থাকলেও মেট্রোয় টিকিট বুক করা যাবে।

দেখে নিন মেট্রোর নতুন নিয়মাবলী-

যা করা যাবে না

কর্মীদের জন্য নিয়ম

আরও পড়ুন : বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরিকে ‘ফেরত পাঠানো হবে’, আশ্বাস আমেরিকার

Exit mobile version