হাওড়া ব্রিজে মিনিবাসে বিধ্বংসী আগুন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হাওড়া ব্রিজের উপর একটি যাত্রীবোঝাই বাসে অগ্নিকাণ্ড ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতাগামী ওই মিনিবাসটিতে আগুন লেগে যায়। তবে যাত্রীরা সবাই নিরাপদ বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পলাতক বাসের চালক ও কন্ডাক্টর।

বৃহস্পতিবার সন্ধ্যেয় ঘটনাটি ঘটেছে হাওড়া ব্রিজের ১৭ নং পিলারের কাছে হঠাৎই আগুন লেগে যায় একটি মিনিবাসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনের শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।

আরও পড়ুন: মালদার প্লাস্টিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত পাঁচ, হেলিকপ্টারে মালদা যাচ্ছেন ফিরহাদ হাকিম

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধের দিকে হাওড়া থেকে কলকাতার দিকে যাওয়ার সময় হাওড়া ব্রিজের মাঝামাঝি গিয়ে চালকের কেবিন থেকে ধোঁয়া বেরোতে শুরু করে। তার জেরে যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যাত্রীরা যে যার মতো নেমে পড়েন। এর কিছুক্ষণের মধ্যেই বাসটিতে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। তার জেরে ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

হাওড়া বাস ডিপো ছেড়ে কলকাতা অভিমুখে রওনা দিতেই বিপত্তি। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন লাগার সময় বাসের যাত্রী থাকলেও কোনো হতাহতের খবর নেই।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগে যায়। চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পলাতক বাসের চালক ও কন্ডাক্টরের খোঁজ চলছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন: আজ প্রয়াত ইন্দিরা গান্ধীর জন্মদিন, দেখে নিন তার কিছু বাণী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest