Mysterious death: Couple found dead in a flat in Anandapur area of Kolkata

Mysterious death: পক্ষাঘাতে আক্রান্ত স্ত্রীকে ‘মুক্তি দিতে’ খুন, ‘আত্মঘাতী’ বৃদ্ধও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সাতসকালে আনন্দপুরের (Anandapur) আবাসনে মর্মান্তিক ঘটনা। উদ্ধার বৃদ্ধ দম্পতির দেহ। মৃত্যু হয়েছে ৬০ বছরের গীতা সমাদ্দার এবং ৭৭-এর অমূল্য সমাদ্দারের। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের পর আবাসনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন।

বাইপাস সংলগ্ন নোনাডাঙায় বাল্মীকি আম্বেকর আবাসনে থাকতেন ওই দম্পতি। তাঁদের দুই মেয়েই বিবাহিত। তাঁর মাঝে মাঝে এসে বাবা-মাকে দেখে যেতেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। পক্ষাঘাতে আক্রান্ত হয়ে গত ১০ বছর ধরে প্রায় শয্যাশায়ী ছিলেন গীতা সমাদ্দার। স্ত্রী দেখভাল করতেন অমূল্য সমাদ্দার।

সম্প্রতি হার্টের সমস্যায় ভুগছেন অমূল্য। তা নিয়ে মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। মঙ্গলবার তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। আবাসনের বাসিন্দাদের অনুমান তিনি অসুস্থ হয়ে পড়লে স্ত্রীকে কে দেখভাল করবে এই নিয়ে চিন্তায় থাকতেন অমূল্য। পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে আবাসনের চার তলা থেকে ঝাঁপ দেন ৭৫ বছর বয়সি বৃদ্ধ অমূল্য সমাদ্দার। আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়েরা। পরে বৃদ্ধের ফ্ল্যাটে গিয়ে তাঁরা দেখেন, স্ত্রী গীতা সমাদ্দারের দেহ পড়ে রয়েছে। গীতার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।

তদন্তকারীদের অনুমান, চিকিৎসার খরচ এবং অসুস্থতার কারণেই স্ত্রীকে খুন করে ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন। ওই দম্পতি ফ্ল্যাটে একাই থাকতেন। দেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest