narada case: নারদ মামলায় ৪ নেতা মন্ত্রীর শুনানি দুপুর ২টোয়

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে প্রথমে বুধ এবং বৃহস্পতিবার হাই কোর্টের কাজ বন্ধ হওয়ার কথা ছিল। পরে দুর্যোগ কেটে যাওয়া বৃহস্পতিবার নির্ধারিত সময়েই নারদ মামলাটির শুনানি হবে বলে জানিয়েছিল কলকাতা হাই কোর্ট।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সুপ্রিম কোর্ট ঘুরে নারদ মামলা (Narada Case) ফের হাই কোর্টে (Calcutta High Court)। বৃহস্পতিবার হাই কোর্টের বৃহত্তর বেঞ্চে ওই মামলার শুনানি। আইনজীবী মহলের ধারণা, বৃহস্পতিবারেই ওই বেঞ্চ কোনও রায় শোনাতে পারে।

বৃহস্পতিবার সকাল ১১টার বদলে দুপুর ২টো থেকে মামলাটির শুনানি হবে। সকাল সাড়ে ১০টা নাগাদ একটি নির্দেশিকায় হাই কোর্টের তরফে বিষয়টি জানানো হয়েছে। তবে আইনজীবীদের একাংশের ধারণা শুনানি পিছোলেও বৃহস্পতিবারই রাজ্যের ৪ ওজনদার নেতা-মন্ত্রীর জামিন মামলার রায় জানাবে আদালত।

আরও পড়ুন : গঙ্গার জল বাড়বে ১৮ ফুট উচ্চতায়, ভাসবে কলকাতা! বিকাল ৪টে পর্যন্ত তিলোত্তমার জন্য বিপর্যয়ের সতর্কতা

নারদ মামলায় অভিযুক্ত ৪ নেতা-মন্ত্রী ফিরহাদ, সুব্রত, মদন, শোভনরা আপাতত গৃহবন্দি। তাঁদের জামিনের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আবেদন করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। সোমবার জামিন মামলাটির শুনানি ছিল ৫ বিচারপতির বৃহত্তর বেঞ্চে। এরপর বৃহস্পতিবার মামলাটির শুনানি হওয়ার কথা ছিল।

ঘূর্ণিঝড় ইয়াসের কারণে প্রথমে বুধ এবং বৃহস্পতিবার হাই কোর্টের কাজ বন্ধ হওয়ার কথা ছিল। পরে দুর্যোগ কেটে যাওয়া বৃহস্পতিবার নির্ধারিত সময়েই নারদ মামলাটির শুনানি হবে বলে জানিয়েছিল কলকাতা হাই কোর্ট। পরে বৃহস্পতিবার সকালে তারা জানায়, কয়েক ঘণ্টার জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে শুনানি। সকাল ১১টার বদলে দুপুর ২টোয় বৃহত্তর বেঞ্চে উঠবে মামলাটি।

আরও পড়ুন : কিউবা পালানোর সময় গ্রেফতার হীরে ব্যবসায়ী মেহুল চোকসি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest