Site icon The News Nest

নারদ মামলায় মুখ্যমন্ত্রীর হলফনামা গ্রহণ নিয়ে বুধবার রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট

kolkata high court web e1591441755142

নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের হলফনামা গ্রহণ নিয়ে বুধবার রায় দিতে পারে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারের শুনানিতে হাইকোর্ট জানায়, ওই হলফনামা জমা নেওয়া হবে কি না, সে বিষয়ে বিবেচনা করা হবে।

আরও পড়ুন : ১ জুলাই রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

গত ৯ জুন হাই কোর্টে মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর হলফনামা জমা দিতে চায় রাজ্য। কিন্তু ওই দিনের শুনানিতে তা প্রত্যাখ্যান করে আদালত। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। ২৫ জুন সর্বোচ্চ আদালতের অবকাশকালীন বেঞ্চ নারদ মামলায় তাঁদের হলফনামা জমা না নেওয়া সংক্রান্ত মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয়।

মঙ্গলবার হাই কোর্টে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘‘হলফনামার অগ্রিম কপি সিবিআইকে দেওয়া হয়েছে। কিন্তু সিবিআই রাজ্যের দায়ের করা আবেদনের বিরোধিতা করছে।’’ এই প্রসঙ্গে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল বলেন, ‘‘আপনারা কেন হলফনামা জমা দেননি? তার কারণ কী? আপনারা তো প্রথম দিন থেকে ছিলেন।’’ তার জবাবে কিশোর বলেন, ‘‘২ জুন সিবিআইয়ের সওয়াল শেষ হয়। ৭ জুন রাজ্য আদালতকে হলফনামা জমা নেওয়ার আবেদন করেছিল। সত্যিটা সামনে আনা দরকার। তার জন্য হলফনামা জমা নেওয়াও দরকার। রাজ্য হিসাবে এটা আমাদের দায়িত্ব আদালতকে জানানো।’’

এই প্রসঙ্গে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘‘১৭ মে থেকেই মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। পরিকল্পিত ভাবেই নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেননি মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী।’’উভয় পক্ষের বক্তব্যের পরে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় বলেন, ‘‘রাজ্য যদি সঙ্গে সঙ্গে হলফনামা জমা দিত, তবে তা স্বতঃস্ফূর্ত হত। দেরি হওয়ার কারণে এটি ভাবনা চিন্তার পর্যায়ে রাখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একে রেকর্ড হিসাবে নিয়ে আইনিভাবে পর্যালোচনা করব কি না। সেই বিষয় পরে দেখা যেতে পারে।’’

আরও পড়ুন : Narada Case: সুপ্রিম নির্দেশ মেনে মমতা ও মলয়ের হলফনামা জমা নিল কলকাতা হাই কোর্ট

Exit mobile version