New Town: National level player from Filed a complaint against coach at New Town Police Station

জাতীয় প্লেয়ারকে শ্লীলতাহানি কোচের, অভিযোগে পুলিশের দ্বারস্থ প্লেয়ার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউটাউনে এক স্কেটিং কোচের বিরুদ্ধে শ্লীলতাহানি, কুপ্রস্তাব, হুমকি এবং অভব্য আচরণের অভিযোগ উঠল। নিগ্রহের অভিযোগে বিধাননগর কমিশনারেটের নিউটাউন থানার পুলিশের দ্বারস্থ হন জাতীয় স্তরের এক রোলার স্কেটিং প্লেয়ার।ওই মহিলা খেলোয়াড়ের অভিযোগ, ২০১৯ সাল থেকে ওই কোচ তাঁকে শ্লীলতাহানি ও অভাব্য আচরণ এবং অশালীন প্রস্তাব দিয়ে চলেছে। ওই মহিলা খেলোয়াড় ২০১৫ সাল পর্যন্ত রোলার স্কেটিং খেলতেন। তারপরে কোচ হন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে ওই মহিলাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

ওই তরুণীর দাবি, ‘স্কেটিং কোচ বলেছিলেন, ‘এমন কিছু করে দেব, যাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়তে হবে। বড় বড় নেতাদের সঙ্গে আমার ওঠাবসা রয়েছে, কেউ কিছু করতে পারবে না।’যদিও ওই কোচের দাবি, মিথ্যা অভিযোগ করা হয়েছে। নিউটাউনে অভিযোগ সঠিক নয়। পোস্ট পাওয়ার জন্য উনি এমন বলছেন। আমার কোনও প্রভাবশালীর সঙ্গে যোগাযোগ নেই।

রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার বাসিন্দা বছর পঁচিশের ওই নির্যাতিতা তাঁর সঙ্গে কী ঘটনা ঘটেছে, রোলার স্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়াতে অভিযোগ জানিয়ে তাও ব্যাখ্যা করেছেন বলে সূত্রের খবর। তাঁর অভিযোগ, ‘স্কেটিং কোচ আলিমুদ্দিন আনসারি ওরফে আলি তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। রাজি না হওয়ায় তাঁর শ্লীলতাহানিও করা হয়েছে। এমনকী, হুমকির মুখেও পড়তে হয়েছে।’

ওই মহিলার আরও অভিযোগ, প্রতিবাদ করলে প্রভাবশালীদের যোগের কথা বলে হুমকি দেওয়া হয়। এমনকী প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। ২২শে জুলাই ওই মহিলা নিউটাউন থানায় অভিযোগ করেন। ওই মহিলার দাবি, রোলার স্কটিং ফেডারশন অফ ইন্ডিয়াতেও অভিযোগ করেছিলেন। কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। এর পরেই নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest