National Medical College: Allegation Of Corruption Against National Medical College Vice Principles

National Medical College: কড়ি ফেললেই এমবিবিএস ডিগ্রি! বিতর্কে ন্যাশনাল মেডিক্যাল কলেজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পড়তে হবে না। টাকা দিলেই এমবিবিএস পরীক্ষায় পাশ! একাধিক ছাত্রছাত্রীর কাছ থেকে এভাবে টাকা তোলার অভিযোগ উঠল কলকাতা ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক ডা. মনবুর আলির বিরুদ্ধে।

ঘটনাটি ঠিক কী? তৃণমূল ছাত্র পরিষদ সদস্য়দের অভিযোগ, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে পরীক্ষায় পাস করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের কাছ থেকে টাকা নিয়েছেন কলেজেরই প্রাক্তন ছাত্র, চিকিৎসক মনবুর আলি। তাঁদের দাবি, বিষয়টি কলেজের অধ্যক্ষ ও স্বাস্থ্যভবনকেও জানানো হয়েছে। পরীক্ষার পাস করার জন্য় কারা টাকা দিয়েছে? পড়ুয়াদের নাম অবশ্য় জানানো হয়নি।

সাধারণ ছাত্র ছাত্রীদের তরফ থেকে সোমবার ফাইনাল ইয়ারের ছাত্র ডা. সৌমিত্র মৃধা, কলকাতা ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজের ছাত্র ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট ডা. সৌম‌্যদীপ মণ্ডল, হাউসস্টাফ ডা. শৌভিক ঘোষ অভিযোগ করেছেন, যে সমস্ত পড়ুয়ারা টাকা দিয়েছিলেন তাঁরাই এবার লিখিতভাবে জানিয়েছেন সবটা। হয়তো কোনও কারণে অকৃতকার্য হয়েছে। অভিযোগ, এদেরকে পাশ করিয়ে দেওয়ার টোপ দিয়ে মোটা টাকা নিত একটা চক্র। যার মাথা মনবুর আলি।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘অভিষেককে ভোটের আগে গ্রেফতার করা হবে…’, বিস্ফোরক দাবি মমতার

জানা গিয়েছে, বর্তমানে চিকিৎসক মনবুর আলির সঙ্গে ন্যাশনাল মেডিক্যাল কলেজের কোনও যোগাযোগ নেই। সূত্রের খবর, আপাতত ওই চিকিৎসক কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত। হাউসস্টাফ  ডা. শৌভিক ঘোষ বলেন, “এক বছর আগেও এই কলেজের সঙ্গে যুক্ত ছিলেন মনবুর। এখন তাঁর সঙ্গে কলেজের কোনও সম্পর্ক নেই।” অন‌্যদিকে, অভিযোগকারী পড়ুয়াদের দাবি, একটা পেপারে পাশ করার জন‌্য দিতে হবে ৪০ হাজার। আর ৪ লক্ষ টাকা দিলেই সমস্ত বিষয়ে পাশ করিয়ে দেওয়া হবে। এমনই ফাঁদ পেতেছিলেন ডা. মনবুর আলি।

রাজ্যের স্বাস্থ‌্যশিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যকে লিখিত অভিযোগ করেছেন কলকাতা ন‌্যাশনাল মেডিক‌্যাল কলেজের ছাত্রছাত্রীরা। স্বাস্থ‌্যশিক্ষা অধিকর্তা জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: Rail Blockade: হকার উচ্ছেদ নিয়ে হাওড়া স্টেশনে ধুন্ধুমার, RPF এর বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest