ISF MLA Naushad Siddiqui gets post of chairman of a Assembly committee.

বিধানসভায় রেকর্ড নওশাদের, কনিষ্ঠতম কমিটি চেয়ারম্যান হলেন মোর্চার একমাত্র বিধায়ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শেষপর্যন্ত গুরুদায়িত্ব পেলেন আইএসএফ নেতা, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি বিধায়ক এলাকা উন্নয়ন পরিকল্পনা কমিটির চেয়ারপার্সন হলেন। স্পিকার তাঁকে মনোনীত করেন। বিধানসভার বিধায়ক উন্নয়ন তহবিল কমিটির চেয়ারম্যান হয়েছেন ২৮ বছরের নওশাদ সিদ্দিকি। আর এর সঙ্গেই তিনি বিধানসভায় কনিষ্ঠতম কমিটি চেয়ারম্যান হওয়ার নজির গড়লেন।

গুরুদায়িত্ব পেয়ে নওশাদ বলেন, ‘আমার জন্য এটা বড় পাওনা। গুরুত্বপূর্ণ কমিটি। সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।’  এদিন দায়িত্ব পেয়ে নওশাদ আরও বলেন, ‘প্রতিটি বিধানসভায় এমএলএ ল্যাডের টাকা খরচ করতে হবে। সেটা দেখার দায়িত্ব আমার। দায়িত্ব পালন করার চেষ্টা করব। আমি সর্বকনিষ্ঠ, বয়স্কদের পরামর্শ নিয়ে পদক্ষেপ করব।’ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি যে দায়িত্ব পেয়েছি, তা পালনের জন্য যা যা করতে হয়, তা সব করব। রাজনীতির ময়দানে সবে মাত্র পা রেখেছ। প্রতিদিনই কিছু না কিছু শিখছি। এই দায়িত্ব আমার শেখার পথে আরও সহায়ক হবে।’

আরও পড়ুন: সভাপতির মেয়াদ শেষ হচ্ছে, অথচ ঠাঁই হল না মন্ত্রিসভাতেও! Dilip Ghosh-এর ভবিষ্যৎ কী?

এক সপ্তাহের অধিবেশনে দুই বার বক্তব্য রেখেছেন নশাদ সিদ্দিকি। রাজ্যপালের ভাষণের উপরে আলোচনা চলাকালীন বক্তব্য রাখেন তিনি। পরে বাজেট আলোচনার সময়ও বক্তব্য পেশ করেন আইএসএফ বিধায়ক। এই দুই ক্ষেত্রেই নির্বাচনী ময়দানের আধলে বক্তব্য না রেখে পরিসংখ্যান আর যুক্তি মিশিয়ে নিজের কথা জানান আইএসএফ চেয়ারম্যান।

প্রসঙ্গত, ২ জুলাই বিধানসভার বাজেট অধিবেশন ছিল। তার আগে নবগঠিত বিধানসভার সর্বদলীয় বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই বৈঠকে ডাক পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন নওশাদ। তিনি স্পিকারকে চিঠিও দিয়েছিলেন। ৪১টি কমিটির কোথাও ঠাঁই হয়নি নওশাদের। তা নিয়ে সম্প্রতি একটি ডিজিটাল মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।পাশাপাশি কমিটিতে জায়গা পেলে সরকারিভাবে বিধায়কদের পকেটও ভরে। কেননা কমিটির বৈঠকে অংশ নিলে আলাদা করে ২০০০ টাকা করে ভাতা পান বিধায়করা। ফলে বিধায়ক হিসেবে মাসের আয়ও অনেকটাই বাড়ে।  স্বাভাবিক ভাবেই বৈষম্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। নওশাদ তখন বলেছিলেন, ‘কমিটিতে থাকাটা আমার হকের, প্রাপ্য।’

প্রসঙ্গত, মুকুল রায়কে গতকাল পিএসির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। সেই প্রসঙ্গে নওশাদের মন্তব্য, ‘বিরোধী দল থেকেই এই পদে ব্যক্তি মনোনীত করা উচিত। মানুষ এই নিয়ে প্রশ্ন তুলবে।’

আরও পড়ুন: ‘‌পুরনো ভাড়ায় বাস চালানো সম্ভব নয়’‌, নবান্নে চিঠি বাস মালিক সংগঠনের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest