প্রয়াত নেতাজির ভাইঝি চিত্রা ঘোষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি তথা শরৎচন্দ্র বসুর ছোট মেয়ে চিত্রা ঘোষ (৯০) বৃহস্পতিবার সকালে তাঁদের পামপ্লেসের বাড়িতে প্রয়াত হয়েছেন। নেতাজির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এমন ব্যক্তির সংখ্যা আরও কমে গেল চিত্রাদেবীর প্রয়াণে।তাঁর স্বামী, বিশিষ্ট স্থপতি সুবিমল ঘোষ কলকাতার প্রাক্তন শেরিফ ছিলেন। উডবার্ন পার্কে বসু পরিবারের ঐতিহাসিক বাসভবনে এ দিন সন্ধ্যায় চিত্রাদেবীর দেহ নিয়ে আসা হয়। এর পরে কেওড়াতলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

লেডি ব্রেবোর্ন কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান চিত্রাদেবী বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে বাসভবনেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন পরিজনরা।

আরও পড়ুন: বিনামূল্যে ছানি অপারেশন, ফ্রি–তে মিলবে ৮ লক্ষ ২৫ হাজার চশমা, ‘চোখের আলো’ প্রকল্পের ঘোষণা মমতার

নেতাজির ভাই শরৎচন্দ্র বসুর কন্যা ও স্থপতি সুবিমল ঘোষের স্ত্রী চিত্রাদেবী যৌবন থেকেই রাজনীতি ও সমাজসেবায় সক্রিয়। ফরওয়ার্ড ব্লকে একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। পরে স্বেচ্ছায় সেই পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।১৯৯৮ সালে বারাসত লোকসভা কেন্দ্র থেকে দলীয় প্রার্থী হন । তৃণমূল কংগ্রেস প্রার্থী চিকিৎসক রণজিৎ পাঁজার কাছে পরাজিত হন তিনি।

ফ ব-র তরফে দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় এ দিন উডবার্ন পার্কে গিয়ে চিত্রাদেবীকে শ্রদ্ধা জানান। নেতাজির বিষয়ে বিভিন্ন নথি সরকারের জিম্মা থেকে সাধারণের জন্য উন্মুক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বসু পরিবারের তরফে চিত্রাদেবী আবেদন করেছিলেন। রেনকোজি মন্দিরের ভস্মের ডিএনএ পরীক্ষার জন্যও চিত্রাদেবী সম্প্রতি মোদীকে চিঠিতে আর্জি জানিয়েছিলেন বলে তাঁর ভাইপো চন্দ্র বসু জানিয়েছেন।

তাঁর প্রয়াণে শোক জ্ঞাপণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘সমাজসেবা ও শিক্ষায় গগনচুম্বী অবদান রেখেছেন অধ্যাপক চিত্রা ঘোষ। তাঁর সঙ্গে আমার সাক্ষাতের মুহূর্ত স্মরণে আসছে। নেতাজি সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনা নিয়ে আমাদের মধ্যে নানা আলোচনা হয়েছিল। তাঁর প্রয়াণে শোকাহত। পরিবারকে সমবেদনা জানাই।’

আরও পড়ুন: বিশ্রাম শেষে Sourav ও Laxmi একসঙ্গে নেট প্র্যাকটিস করবেন, মন্তব্য অটল জমানার দাপুটে এই নেতার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest