/kolkata/newly-appointed-chief-justice-og-calcutta-hc-will-take-oath-on-tomorrow/

ষষ্ঠীতে শপথ নেবেন কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন প্রকাশ শ্রীবাস্তব৷ সকাল ১১টায় হাইকোর্টে শপথ নেবেন তিনি৷ এই শপথগ্রহণে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷

শনিবার কেন্দ্রীয় আইন মন্ত্রক থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম ঘোষণা করা হয়৷ এতদিন রাজেশ বিন্দাল এই দায়িত্ব সামলাচ্ছিলেন৷ যদিও তিনি ছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি৷ তাঁকে বদলি পাঠানো হয়েছে এলাহাবাদ হাইকোর্টে৷ ওই হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে তাঁকে নিয়োগ করা হয়েছে৷ অপরদিকে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে বদলি করে কলকাতা হাইকোর্টে পাঠানো হয়৷

নাম ঘোষণা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শপথ নেবেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ ওই শপথ গ্রহণে মুখ্যমন্ত্রী ছাড়াও আমন্ত্রণ জানানো হয়েছে বম্বে হাইকোর্টের প্রথম বাঙালি প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত, মাদ্রাজ হাইকোর্টের বাঙালি প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেক বিশিষ্টজনকে৷

গত মাসে একটি মহলের দাবি করা হয়েছিল, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তবে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। অবশেষে শনিবার দেশের ১৩ টি হাইকোর্টে নয়া বিচারপতি নিয়োগে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেই জল্পনা মতোই কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি হয়েছেন প্রকাশ শ্রীবাস্তব। তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি ছিলেন।

এছাড়াও মেঘালয়, তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, কর্নাটক, গুজরাত, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, সিকিম এবং ছত্তিশগড় হাইকোর্টেও নয়া প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন ইন্দ্রজিৎ মোহান্তি। তিনি রাজস্থান হাইকোর্টে প্রধান বিচারপতি ছিলেন। আবার রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হয়েছেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ এ কুরেশি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest