Site icon The News Nest

MothersDay2020: মাতৃ দিবসে শুভেচ্ছা মমতার

cm

কলকাতা: মাতৃ দিবসে রাজ্যের সমস্ত মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার টুইটারে শুভেচ্ছা জানিয়ে রাজ্যের মায়েদের সম্মানার্থে সরকার কী কী পদক্ষেপ করেছে তারও একটি তালিকা তুলে ধরেন তিনি। 

ট্যুইটারে তিনি লেখেন, ‘আজ মাদার্স ডে। সমস্ত মা, আম্মা ও মাদারদের এমন দিনে শুভেচ্ছা জানাই। মাদার ওয়াক্স মিউজিয়াম ও মা ফ্লাইওভার তাঁদের জন্যেই উৎসর্গ করা হয়েছে। আমাদের মা-মাটি-মানুষ স্লোগানের শুরুও মা দিয়েই। নিজের মায়ের মতো বিশ্বের সকল মা’কে আমরা শ্রদ্ধা করি।’

আরও পড়ুন: লকডাউনের মধ্যেই মাধ্যমিকের ফলপ্রকাশের প্রস্তুতি মধ্যশিক্ষা পর্ষদের

শুকনো শুভেচ্ছা জানিয়েই থেমে যাননি মুখ্যমন্ত্রী। মায়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কী কী পরিষেবা দিচ্ছে, তার একটি তালিকাও ট্যুইটারে তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ড, মা ও শিশুদের জন্যে স্পেশাল কেয়ার ইউনিট, মাতৃযান পরিষেবা।

মুখ্যমন্ত্রী জানান, মা ও সন্তানদের কথা ভেবেই এই সমস্ত পরিষেবা চালু করেছে বর্তমান সরকার। ভবিষ্যতেও আর নানা পরিষেবা চালু করার ইচ্ছেও যে তাঁর রয়েছে, তাও আশা ব্যক্ত করেছেন তিনি। উল্লেখ্য, সরকারি মহিলা কর্মচারীদের জন্য ৭৩১ দিনের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: Happy Mother’s Day: কোহলি থেকে যুবরাজ, সাইনা থেকে সানিয়া, মায়েদের জন্য বার্তা ক্রীড়া ব্যক্তিত্বদের…

Exit mobile version